ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্টেডিয়াম সংস্কার ও দেনা শোধে বিপাকে বাহফে!

প্রকাশিত: ০৪:৫১, ১৬ মার্চ ২০১৭

স্টেডিয়াম সংস্কার ও দেনা শোধে বিপাকে বাহফে!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকির জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কথা থাকলেও এখনও তার প্রস্তুতি শুরুই করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)! সেই সঙ্গে টুর্নামেন্ট পেছনের জন্য আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। এ নিয়ে একরাশ হতাশ ফেডারেশনের সাধারণ সম্পাদক। ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-টু’র সফল আয়োজনের পর এবার বাহফের কাছে চ্যালেঞ্জটা আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের সফল এক আয়োজনের ব্যাপারে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ফ্লাইডলাইট থেকে শুরু করে সবকিছু ঢেলে সাজানোর কথা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে। হাতে বাকি মাত্র ৬ মাস। অথচ এখনও শুরুই হয়নি টেন্ডার প্রক্রিয়া। তাইতো টুর্নামেন্টের আগে কাজ শেষ হওয়ার ব্যাপারে শঙ্কায় খোদ ফেডারেশন সাধারণ সম্পাদক। অবকাঠামোর মতোই দুর্বল ছিল ওয়ার্ল্ড হকি লীগে স্বাগতিক দলের পারফর্মেন্স। পুরো টুর্নামেন্টে খেলা ৫ ম্যাচে ১১ গোলের বিপরীতে ১৫টি গোল হজম করেছে অলিভার কার্টজের শিষ্যরা। এদিকে লাভ করা তো দূরে থাক, ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-টু আয়োজন করে বিশাল আর্থিক লোকসানের মুখে পড়েছে বাহফে। স্পনসরশিপ থেকে প্রত্যাশিত অর্থ না পাওয়ায় স্থায়ী আমানত ভেঙ্গে পরিশোধ করতে হচ্ছে বিভিন্ন দেনা।
×