ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্যাপন করতে পারলেন না কারবার

প্রকাশিত: ০৪:৫০, ১৬ মার্চ ২০১৭

উদ্যাপন করতে পারলেন না কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ টুর্নামেন্ট শুরুর আগেই সুখবর পান এ্যাঞ্জেলিক কারবার। চোঁটের কারণে ইন্ডিয়ান ওয়েলসে খেলছেন না সেরেনা উইলিয়ামস। যে কারণেই নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবেন জার্মান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। তাই সমর্থকদের ধারণা ছিল টুর্নামেন্ট জিতে শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার ‘ডাবল’ উদযাপনে মাতবেন কারবার। কিন্তু না, তা আর করতে পারলেন না জার্মান তারকা। বুধবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকেই যে ছিটকে পড়েন তিনি। তাও আবার রাশিয়ার এলিনা ভেসনিনার কাছে হেরে। ইন্ডিয়ান ওয়েলসের ১৪তম বাছাই ভেসনিনা এদিন ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন দ্বিতীয় বাছাই এ্যাঞ্জেলিক কারবারকে। গত বছরটা দারুণভাবে উপভোগ করা কারবার চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিনা পিসকোভা, গারবিন মুগুরুজা, সভেতলনা কুজনেতসোভা, ক্যারোলিন ওজনিয়াকি এবং ভেনাস উইলিয়ামস। কিন্তু কারবারের সঙ্গে থেমে গেছেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাও। নতুন বছরে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কারবার। তাই ইন্ডিয়ান ওয়েলসে তার প্রতি সমর্থকদের প্রত্যাশা ছিল একটু বেশিই। কিন্তু তার মান অবশ্য রাখতে পারেননি স্টেফিগ্রাফের উত্তরসূরি। তৃতীয় পর্বের ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ৬২ নম্বরে থাকা পাওলিনের বিপক্ষেও তো রীতিমতো ঘাম ঝরেছে তার। এলিনা ভেসনিনার কাছে হেরে কারবার জানালেন দিনটা আসলে তার ছিল না। এ প্রসঙ্গে কারবার বলেন, ‘এই দিনটা আমার ছিল না। তার বিপক্ষে ম্যাচে অসংখ্য ভুল করেছি। সত্যি কথা বলতে কোর্টে ভালভাবে মুভ করতে পারছিলাম না। কখনও কখনও আসলে এমনটা হয়। সে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্তই ভাল পারফর্ম করেছে এবং আক্রমণাত্মক টেনিস খেলেছে। যার ফলস্বরূপ ম্যাচটা নিজের হাতে নিয়ে নেয় সে।’ কারবারের মতো বড় তারকার বিপক্ষে জয়ের পথে থাকলেও ম্যাচের শেষদিকে কিছুটা বিচলিত হয়ে পড়েন এলিনা ভেসনিনা। তিনি বলেন, ‘ম্যাচের শেষদিকে আমি কিছুটা নার্ভাস ছিলাম। কারণ ম্যাচটা খুব কাছাকাছি ছিল। তবে তার বিপক্ষে জয়ের পর আমি খুবই আনন্দিত। এই জয় আমার কাছে অনেক কিছুই।’ কোয়ার্টার ফাইনালে এলিনা ভেসনিনার প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস। চতুর্থ পর্বে আমেরিকান তারকা ৩-৬, ৬-১ এবং ৬-৩ সেটে পরাজিত করেন চীনের পেং শুয়াইকে। প্রথম সেটে হেরে পরের দুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানো ভেনাস ম্যাচ শেষে জানান তার সেরাটা এখনও দেয়ার বাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোর্টে পারফর্মেন্সের উত্থান-পতন ছিল। বাজে ইরর করেছি। আমার কাছে এটা হতাশাজনকই। আমি মনে করি, এখনও সেরাটা দেয়ার বাকি আছে।’ শেষ আটে জায়গা করে নিয়েছেন সভেতলনা কুজনেতসোভাও। ২০০৭ এবং ২০০৮ সালে টানা দুইবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল খেলেন এই রাশিয়ান তারকা। কিন্তু এরপর আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। প্রায় নয় বছর পর আবারও ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটলেন কুজনেতসোভা। চতুর্থ পর্বে তিনি ৬-১ এবং ৬-৪ সেটে পরাজিত করেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে। আর সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কি প্রথম সেটে ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর রিটায়ার্ড নিলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাও। পরের রাউন্ডে তার বাধা এখন গারবিন মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন মুগুরুজা এদিন ৭-৬, ১-৬ এবং ৬-০ সেটে ইউক্রেনের এলিনা ভিতলিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। দিনের অন্য ম্যাচে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন আমেরিকার মেডিসন কেইসকে। তবে দারুণ শুরু করেও ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন ডোমিনিকা সিবুলকোভা। রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এদিন ৬-৪, ৩-৬ এবং ৬-২ সেটে হারান টুর্নামেন্টের পঞ্চম বাছাই ডোমিনিকা সিবুলকোভাকে।
×