ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু আজ

রাচিতে এগিয়ে যাওয়ার লড়াই

প্রকাশিত: ০৪:৫০, ১৬ মার্চ ২০১৭

রাচিতে এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। ফেবারিট না হয়েও পুনের প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল জয়ে এগিয়ে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। দীর্ঘ এক যুগে ভারতের মাটিতে যা ছিল অসিদের প্রথম সাফল্য। ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে ৭৫ রানের জয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ‘নাম্বার ওয়ান’ বিরাট কোহলির দল। ওই ম্যাচে স্মিথ-কোহলি, পিটার হ্যান্ডসকম্ব ও ইশান্ত শর্মাদের আক্রমনাত্মক আচরণ বাড়তি উত্তেজনার সৃষ্টি করে। ১-১এ চলমান দ্বৈরথে এগিয়ে যেতে এই টেস্টে দু’দলই জিততে চাইবে। প্রথম ম্যাচের মতো এখানেও উইকেট নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে। কারণ ঝাড়খ- ক্রিকেট এ্যাসোসিয়েশনের এই মাঠে প্রথমবারের মতো টেস্ট (২৬তম ভেন্যু) ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ঘরের ছেলে মহেন্দ্র সিং ধোনি উপস্থিত থাকতে পারছেন না। বিজয় হাজারে ট্রফিতে অংশ নেয়া দু’দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখন দিল্লীতে। ঘরের মাটিতে টানা ১৯ টেস্টে অপরাজিত, দেশ-বিদেশ মিলিয়ে টানা ৬ সিরিজ জয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা- সব মিলিয়ে সিরিজে কোহলির ভারতই হট-ফেবারিট। কিন্তু পুনেতে বিশাল জয়ে সবাইকে অবাক করে দেয় অস্ট্রেলিয়া। ১২ উইকেট নিয়ে নায়ক বনে যান আনকোরা স্পিনার স্টিভ ও’কেফে। অবাক হলেও আগ্রাসী কোহলিবাহিনী ভড়কে যায়নি। ব্যাঙ্গালুরুতে অসাধারণ জয়ে সিরিজের সমতা আনে টিম-ইন্ডিয়া। ম্যাচের চতুর্থদিন অস্ট্রেলিয়ার সামনে ১৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ইনিংস ১১২ রানে গুটিয়ে দেন অশ্বিন-উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজারা। দুই ম্যাচে দু’দলের ব্যাট-বলের লড়াইয়ের মাঝে ব্যক্তিগত লড়াইটাও বেশ জমজমাট ছিল। সেই লড়াইয়ে শামিল ছিলেন ভারতের অধিনায়ক কোহলি ও অস্ট্রেলিয়ার দলপতি স্মিথ। প্রথম টেস্টে সেøজিংয়ে ব্যস্ত থাকলেও দ্বিতীয় টেস্টে স্মিথের আউট নিয়ে যুদ্ধটা অনেকদূর গড়িয়েছিল। ব্যাঙ্গালুরুতে কোহলিকে অনেক বেশি আক্রমণাত্মক দেখা গেছে, যেটা উচিত ছিল নাÑ এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সাবেকরা। অন্যদিকে আউট নিয়ে স্মিথের গড়িমসি ও ড্রেসিং রুমের দিকে ইশারা করাকে প্রতারণার শামিল বলে অভিহিত করেন সাবেক ভারতীয়রা। সিরিজের মাঝপথে ভারত-অস্ট্রেলিয়ার যুদ্ধের মধ্যে কোহলি-স্মিথের লড়াইও অনেক বেশি ফুটে উঠেছে। তাই স্পটলাইট অনেক বেশি থাকবে এই দুই বড় তারকার ওপর। এমনটা মনে করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, ‘প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে ভারতীয়দের আক্রমণাত্মকভাব দেখে আমরা অনেক বেশি অবাক হয়েছি। কোহলির চেয়ে অনেক ভিন্ন প্রকৃতির অধিনায়ক ছিল ধোনি। কিন্তু এটা নির্ভর করে ব্যক্তিত্বের ওপর।’ জয়ের কথাও বলেছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক, ‘মাঠে আমরা যাই করি না কেন, আমাদের মূল লক্ষ্য থাকবে দলগত পারফরর্মেন্স। এটাই আসল। সিরিজে লিড নিতে চাই। যেভাবে প্রথম টেস্টে নিয়েছিলাম। ব্যাঙ্গালুুরু টেস্ট জিতে ঘুরে দাঁড়ানোর পর ভারতই এখানে চাপে থাকবে। আমরা ওদের এতটুকু সুযোগ দেব না।’ দুই অধিনায়কের লড়াইয়ের মাঝেও দলীয় যুদ্ধে এগিয়ে যাওয়াটাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, ‘ব্যক্তিগত যুদ্ধ আর দলীয় লড়াই এক নয়। আমরা দলগতভাবে ভাল খেলার চেষ্টা করব এবং তৃতীয় টেস্টে জয়ের জন্যই মাঠে নামব। সিরিজের লিড নিতে চাই এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চাই। সিরিজের লিড নিতে পারলে চতুর্থ ও শেষ টেস্টে অনেকটা নির্ভার হয়ে খেলা যাবে।’ টেস্টে নতুন হলেও রাচির উইকেট স্পোর্টিং হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দুইদিন ব্যাটসম্যান ও পরে স্পিনাররা সহায়তা পাবেন। ভারত দলে একটি মাত্র পরিবর্তন আসতে পারে। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরবেন স্পেশালিস্ট ব্যাটসম্যান মুরলি বিজয়, বাদ পড়বেন অভিনব মুকুন্দ। তবে নিজেদের ৮০০তম টেস্টে দুই গুরুত্বপূর্ণ সদ্যসকে হারিয়ে কিছুটা চাপে অস্ট্রেলিয়া। ইনজুরিতে ছিটকে গেছেন পেস আক্রমণের ভরসা মিচেল স্টার্ক ও অলরাউন্ডার মিচেল মার্শ। ২০১১ সালে একমাত্র টেস্ট খেলা প্যাট কামিন্স তাই একাদশে সুযোগ পেতে যাচ্ছেন। আর মার্শের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, উসমান খান অথবা এ্যাস্টন আগারের কাউকে দেখা যেতে পারে। ক্যারিয়ারে ৫ হাজার রান হতে আর ৭৬ রান চাই ব্যাটিংয়ের বড় ভরসা অধিনায়ক স্মিথের। তবে ডেভিড ওয়ার্নারের ছন্দে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া। ভারতে আসার আগে রানের বন্যা বইয়ে দেয়া হার্ডহিটার ওপেনার চার ইনিংসে আউট ৩৮, ১০, ৩৩ ও ১৭ রানে, তিনবারই অশ্বিনের বলে।
×