ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কুলের শতবর্ষে স্মৃতিচারণ

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ মার্চ ২০১৭

স্কুলের শতবর্ষে স্মৃতিচারণ

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৫ মার্চ ॥ মোহনগঞ্জ উপজেলার সমাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় ভবনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি। আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শহীদ ইকবাল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল, নূরুল ইসলাম, এপিএস তোফায়েল আহমেদ, মির্জা আব্দুল গনি, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, শিক্ষক মনোয়ারা আক্তার, শামছুদ্দিন প্রমুখ। স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ নির্মাণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ ধামইরহাটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খেলার মাঠ নির্মাণ করেছে এলাকাবাসী। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আড়ানগর ইউনিয়নের রামনারায়ণপুর মৌজার আতাবুড়া চড়া এলাকায় প্রায় ৬ একর উঁচু জমি (চড়া) সংস্কার করে খেলার মাঠ নির্মাণ করা হয়। ধামইরহাট টেকনিক্যাল কলেজের শিক্ষক আসাদুজ্জামান মামুন ও চকপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহর নেতৃত্বে মাঠ সংস্কার কাজে ওই গ্রামের ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। রামনারায়ণপুর গ্রামের কছিম উদ্দিন, অসিম, জসিম, নায়েব আলী, গোফফার, রবিউল, জহুরুল, আঙ্গুর, জালাল, কালাম, আবু তাহের ও ইসমাইল হোসেন জানান, এলাকার ছেলেদের খেলার মাঠ না থাকায় গাছ কর্তন করে এটি খেলার মাঠ হিসেবে গড়ে তোলে।
×