ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেলমন্ত্রীর আগমনে চলছে টাকা লোপাটের আয়োজন

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ মার্চ ২০১৭

রেলমন্ত্রীর আগমনে চলছে টাকা লোপাটের আয়োজন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ হঠাৎ ঝকঝকে-তকতকে তরে সাজানো হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। রাজশাহী রেলস্টেশন কমপ্লেক্স ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে পুরোদমে। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। কেউ প্লাটফর্মে, কেউ কাউন্টারের সামনে কেউবা দেয়ালে দেয়ালে কাজ করছেন। গত এক সপ্তাহ ধরেই চলছে এরকম তোড়জোড়। শুধু স্টেশনই নয়, হঠাৎ বদলে গেছে রেল ভবনও। নতুন রঙের ঝিলিক লেগেছে গোটা রেলেই। আর এতসব হঠাৎ করা হচ্ছে রেলপথ মন্ত্রী আসছেন তাই। জানা গেছে, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ ট্রেনে নতুন বগির উদ্বোধন করতে আগামী রবিবার রেলপথ মন্ত্রী রাজশাহী রেলস্টেশনে আসছেন। এজন্য প্রায় ৭০ লাখ টাকা খরচ করে ‘পরিচ্ছন্নতা’ অভিযান শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, বিনা টেন্ডারে এসব কাজ করছেন। এই কা-ে খোদ রেলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা জানান, গেল ডিসেম্বরে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন রাজশাহী সফরে আসেন। তখনও বেশ কয়েক লাখ টাকা খরচ দেখিয়ে রেল ভবনসহ স্টেশন চত্বর দৃষ্টিনন্দন করে সাজানো হয়। মাত্র তিন মাস পরই ফের বিপুল টাকা খরচ ধরা হয়েছে। এটি লুটপাটের পাঁয়তারা ছাড়া কিছুই নয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘বিনা টেন্ডারে যেভাবে কাজ করা হচ্ছে তার উদ্দেশ্য যে ভাল নয়, তা সবাই বুঝতে পারছেন। কিন্তু ক্ষমতাদের দাপটের কারণে কেউ প্রতিবাদ করছে না। তিনি বলেন, মন্ত্রী সফরে এলেই লাখ লাখ টাকার খরচ করে ভবন রং আর পরিষ্কার করা লাগে কেন? সময় মতো স্বাভাবিক নিয়মে এসব করলে অপচয় হবে না। পশ্চিম রেলের একটি সূত্র জানায়, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ ট্রেনে নতুন বগি লাগানো হচ্ছে। এগুলো ভারত থেকে আমদানি করেছে সরকার। এরই মধ্যে বগিগুলোতে রঙের কাজও শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী রবিবার এই ট্রেনে বগি উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। এজন্য চলছে ব্যাপক প্রস্তুতি। প্লাটফর্ম থেকে শুরু করে গোটা স্টেশনেরই চেহারা বদলে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, লাইনের ঘাস তুলে ফেলে পরিষ্কার করা হচ্ছে পাথর। কালো রং দিয়ে ঢেকে দেয়া হচ্ছে স্লিপার। স্টেশনের সামনে ফুলের বাগানেও চলছে পরিচর্যা। বাইরে থেকে আনা হয়েছে ফুলের গাছ। এদিকে, রেলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর আগমনকে ঘিরে লাখ লাখ টাকা লোপাটের আয়োজন করা হয়েছে। কোন টেন্ডার ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাদের দিয়ে এসব কাজ করা হচ্ছে। রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, ‘তিনি প্লাটফর্মের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙের কাজ করছেন। পরে বিল দেবে রেল কর্তৃপক্ষ। সবমিলিয়ে ৩০ থেকে ৩২ লাখ টাকার কাজ হচ্ছে বলে জানান তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার জানান, ‘মাত্র সাড়ে তিন মাস আগেও রেল ভবন রং করা হয়েছে। অথচ মন্ত্রীর আসার কারণে ফের একই কাজ করা হচ্ছে। এর কোন দরকারই ছিল না। লোক দেখানো কাজ করে সরকারী টাকা লুটপাট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে এসব অভিযোগই অস্বীকার পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, স্টেশন কমপ্লেক্স ২০০৬ সালে নির্মাণ করা হয়। এরপর থেকে আর রং করা হয়নি। মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে রঙের কাজটিও করা হচ্ছে। সবমিলিয়ে ১০ লাখ টাকার কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি।
×