ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৪, ১৬ মার্চ ২০১৭

টুকরো খবর

ফরিদ হত্যা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ মার্চ ॥ ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরিদ হত্যাকা-ের ঘটনায় আরও দুই আসামি অলোয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানান, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরিদ হত্যাকা-ের ঘটনায় প্রথমে গ্রেফতারকৃত আসামি কিশোর মাইনুল হাসান মাসুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর অলোয়া ইউনিয়নের চেয়ারম্যানের ইটভাটার ম্যানেজার শওকত রেজা সৈকতকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পরে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আসামি শওকত রেজা সৈকত তার স্বীকারোক্তিতে হত্যাকা-ে অংশ নেয়া আরও কয়েকজনের নাম উল্লেখ করেছিল। এরই সূত্র ধরে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকবুলও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চেতনানাশকসহ তিন ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় অভিনব কায়দায় ডাকাতি করে আসছিল এক চক্র। চেতনানাশক মিশিয়ে বাড়ির লোকদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছিল চক্রটি। বুধবার দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন আমকোনা এলাকার আজিম উদ্দিন ও নোয়াইরঘাট এলাকার মতছির আলীর ছেলে সরফ উদ্দিন। জেএমবি নেতা সন্দেহে আটক এক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জুমাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সন্দেহে আবুল কালাম আজাদ নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তার বাড়ি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে। আটক আবুল কালাম আজাদ ২০১২ সালে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। রাবি শিক্ষার্থীকে প্রহারের প্রতিবাদ অব্যাহত রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে প্রহারের সঙ্গে জড়িত স্থানীয় যুবলীগ কর্মীদের শাস্তির দাবিতে দ্বিতীয়দিনের মতো মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্থানীয়রা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মারধর, ল্যাপটপ কেড়ে নেয়া, মাঠ দখলসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। অনেক শিক্ষার্থী স্থানীয়দের কাছে নির্যাতিত হচ্ছে। কিন্তু এর প্রতিকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হক সংগ্রামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চতুর্থ বর্ষের বুলবুল, আজাদ, দ্বিতীয় বর্ষের রাকিব, আশিক প্রমুখ। বাগেরহাটে বিশেষ অভিযানে আটক ৪৯ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ১০ জন বিক্রেতা রয়েছে। আটকৃতদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের নির্মূলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। পুলিশের অভিযান চলাকালে ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জন মাদক বিক্রেতা এবং ৩৯ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ মার্চ ॥ ঝিনাইগাতীতে স্থানীয় হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমীন দোলার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন পরিষদের ৭ সদস্যসহ এলাকাবাসী। বুধবার সকালে ওই ইউনিয়নের তেঁতুলতলা বাজার এলাকায় রাস্তার দু’পাশে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যানের নানা দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন- ইউপি সদস্য হানিফ উদ্দিন, আলী আকবর, ইউসূফ আলী, আক্তার হোসেন, শাহীনুল ইসলাম, সংরক্ষিত সদস্য রেটিনা বেগম, ও মালেকা বেগম। বক্তারা ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগে ঘুষ গ্রহণ, এসএসম্যান্ট ট্যাক্সের টাকা আত্মসাত, জন্ম নিবন্ধন, ট্রেড লাইন্সেস বিতরণে অতিরিক্ত টাকা আদায়, মাতৃত্বকালীন ভাতাকার্ড বিতরণে অনিয়ম, ৪০ দিনের কর্মসূচীর কাজে অনিয়ম, ভিজিএফ’র চাল আত্মসাত ও সরকারী পরিষদ থাকা সত্ত্বেও নিজ বাড়িতে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রভাব খাটানোসহ মোট ১৮টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ মার্চ ॥ পাকুন্দিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক মোঃ আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সহপাঠী শিক্ষকম-লী ও শিক্ষার্থীরা হামলার বিচারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তৃতা করেন পাকুন্দিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ এসএম শাহজাহান, শিক্ষার্থী রাজন, জাহিদ, সাদ্দাম প্রমুখ। পরে বিক্ষুব্ধরা উপজেলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করে। ঈশ্বরদীতে চার দোকানকে জরিমানা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ভেজাল দস্তাসার, মেয়াদোত্তীর্ণ পেস্টিসাইড এবং সার বিক্রি ও মজুদের দায়ে বুধবার দুপুরে দাশুড়িয়া ও মুলাডুলিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মাহমুদ দাশুড়িয়ার কৃষি সেবা কীটনাশকের মালিক ইসমাইল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। একইভাবে মুলাডুলির রুপক ট্রেডার্সের মালিক আব্দুল কুদ্দুসকে ও তন্বী এন্টারপ্রাইজের মালিক রুহুল আমিনকে ২ হাজার করে এ এস আর এন্টারপ্রাইজের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ঈশ্বরদীর কৃষি অফিসার রওশন জামাল উপস্থিত ছিলেন। ছিনতাইকারীসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরী ও বানারীপাড়া উপজেলা থেকে মঙ্গলবার রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। পুলিশ জানায়, পৌর এলাকার কুন্দিহার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুহিন মৃধার বসত ঘরে বাবুল মীর নামে মাদক বিক্রেতাকে ১৬০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় তুহিন মৃধা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত বাবুল জানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা ও পৌর ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সিরাজ ফকিরের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। অপরদিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ কাউনিয়া থানার মতাশার মঠ এলাকায় হানা দিয়ে মিঠুন মল্লিক ও মাসুদ কাজী নামে দুইজনকে দুই কেজি গাঁজাসহ আটক করে। একইদিন রাতে গোয়েন্দা পুলিশের অপর অভিযানে নগরীর পলাশপুর থেকে আদু মাঝি নামের ছিনতাইকারীকে আটক করা হয়। ওই তিন শিক্ষককে বদলির সুপারিশ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ মার্চ ॥ কোটালীপাড়ায় নৈয়ারবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক ইতি সরকারকে বদলির সুপারিশ করা হয়েছে। এছাড়া সহকারী শিক্ষক ইরানী বিশ্বাস ও অসীমা সরকারকেও বদলির সুপারিশ করা হয়েছে। গত ২৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট এবং কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে দাখিলকৃত অভিযোগপত্রের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার বোস ওই বিদ্যালয়ে তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পান। জানা যায়, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সত্যেন্দ্র নাথ জয়ধরসহ ৪০ জন এলাকাবাসী ও অভিযোগকারী ওই তদন্তে উপস্থিত ছিলেন। পরে ৮ মার্চ তিনি তার সুপারিশসহ এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করেন। তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনাসহ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক এবং ওই দুই সহকারী শিক্ষককে বদলীর সুপারিশ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে তিনি তার সুপারিশসহ প্রতিবেদনটি জেলা কর্মকর্তার নিকট পাঠিয়েছেন। সাত দোকান ভস্মীভূত সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৫ মার্চ ॥ অগ্নিকা-ে ভূঞাপুরের ফলদা বাজারে একটি মার্কেটের ৭টি দোকান ভস্মীভূত হয়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ভূঞাপুর ও মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী খান জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকা-।
×