ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩২, ১৬ মার্চ ২০১৭

পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ মঙ্গলবার রাত ৮টার দিকে মান্দায় অবৈধ বিদ্যুত সংযোগের তারে জড়িয়ে জয়গুন বিবি (৩৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। পাকুড়িয়া শহীদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত জয়গুন বিবি পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের সাহাবুর আলীর স্ত্রী। ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ বুধবার বেলা ১১টার দিকে দাফন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নেয়া ওই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বারবার বলা হলেও মান্দা পল্লী বিদ্যুত সমিতি কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুতের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে নেয়া এ সংযোগের সুবিধা ভোগ করছিলেন গ্রামের প্রভাবশালী আবদুল গফুর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাকুড়িয়া শহীদ বাজারের মুদি দোকানি আবুল কালামের দোকানঘর থেকে ৩ মাস আগে খোলা তারে নিজ বাড়িতে অবৈধ বিদ্যুত সংযোগ নেন প্রভাবশালী আবদুল গফুর। সেই সংযোগের তারে জড়িয়ে জয়গুন বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
×