ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জ উপনির্বাচন

মূল লড়াইয়ে আওয়ামী লীগ ও জাপা

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৭

মূল লড়াইয়ে আওয়ামী লীগ ও জাপা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ মার্চ ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনের প্রচার জমে উঠেছে। অবশ্য কেউ কেউ নিয়ম ভঙ্গ করে বড় বড় প্রতীক বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। সরকার দলীয় প্রার্থী এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে। প্রার্থীরা এলাকার উন্নয়নের কথা বলে ভোট প্রার্থনা করছে। এ উপ-নির্বাচনে সাতজন প্রার্থী হলেও মূলতঃ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তৎপরতাই বেশি। আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ দাবি করেন পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়নে ভোটারদের বিপুল সমর্থন রয়েছে তার। এছাড়া গোটা উপজেলায় রয়েছে আওয়ামী লীগ সমর্থক হাজার হাজার ভোটার। তিনি দলের উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে ২২ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তিনি আশাবাদি নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ঘনিষ্ঠজন। তিনি চেয়ারম্যানের আইনবিষয়ক উপদেষ্টা। এছাড়া তিনি সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি। এক সময় এ উপজেলা ছিল জাতীয় পার্টির দুর্গ। পরবর্তী সময়ে ২০০১ সালে চার দলীয় জোটের জামায়াত প্রার্থী জেলা সংগঠনের সাবেক আমির মাওলানা আব্দুল আজিজ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির ভোট ব্যাংকে ধস নামে। উপজেলাটি জামায়াতের এলাকা হিসেবে পরিচিত হয়। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন- জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)। তাদের প্রচার তেমন চোখে পড়ছে না। ফলে সাধারণ ভোটারদের বিশ্বাস আগামী ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে এ আসনটি শূন্য হয়।
×