ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উদ্বেগজনকভাবে কমছে বৈদেশিক আয়

প্রকাশিত: ০৪:২০, ১৬ মার্চ ২০১৭

উদ্বেগজনকভাবে কমছে বৈদেশিক আয়

প্রতিমাসেই উদ্বেগজনকভাবে কমছে বৈদেশিক আয়। প্রবাসী আয়ের বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এর পরিমাণ সবচেয়ে বেশি কমছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সাল মোট রেমিটেন্স আসে ১ হাজার ৩৬১ ডলার। এর আগের বছর ২০১৫ সালে আয় হয়েছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার। ২০১৬-১৭ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৬৪ শতাংশ রেমিটেন্স কমেছে। একই সঙ্গে জানুয়ারি মাসে ইউরোপ ও আমেরিকার দেশগুলো থেকে প্রবাসী আয় এসেছে ৪৭ কোটি ৮৫ লাখ ডলার। যা আগের মাসে ডিসেম্বরে এসেছিল ৫৬ কোটি ৬১ লাখ ডলার। -অর্থনৈতিক রিপোর্টার আইএফআইসি ব্যাংকের রাইট অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের রাইটের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির ৬০০তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এর ফলে আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে। তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে। ৩০ জুন, ২০১৬ তারিখে অর্থবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১ টাকা ৬১ পয়সা। আর এনএভি ২৪ টাকা ৩৮ পয়সা। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×