ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলুর ন্যায্য মূল্যে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ০৪:১৯, ১৬ মার্চ ২০১৭

আলুর ন্যায্য মূল্যে কৃষকের মুখে হাসি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের বাজারে আলুর ন্যায্য মূল্য পেয়ে চাষীরা দারুণ খুশি। শরীরের ঘাম ঝরিয়ে উৎপাদিত আলু বেশি দামে বিক্রি করতে পারায় চাষীদের পরিবারেও রয়েছে আনন্দের হাসি। সাদা ও লাল রঙের আলুর ব্যাপক চাহিদা থাকায় চাষীরা হিমাগারে সংরক্ষণের চিন্তা না করে বাজারজাত করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর যশোরের অধিকাংশ চাষী আলুর বাম্পার ফলন পেয়েছেন। বিঘাপ্রতি তারা ফলন পেয়েছেন ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তাই বাজারে প্রতিদিন আনা হচ্ছে শ’ শ’ মণ আলু। বাজারে যেদিকে নজর পড়ছে সেদিকেই মিলছে আলু। আকর্ষণীয় বান্ডেল অফার নিয়ে এলো হুয়াওয়ে ও বাংলালিংক গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডল অফার নিয়ে এলো হুয়াওয়ে ও বাংলালিংক। প্রতিটি নতুন হুয়াওয়ে জিআর ফাইভ-২০১৭ প্রিমিয়াম সংস্করণ ক্রয়ে আকর্ষণীয় বাংলালিংক বান্ডল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। নতুন এই ডিভাইসের মূল আকর্ষণ হচ্ছে এর চার জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। এছাড়া মনোঃমুগ্ধকর ছবি তোলার জন্য থাকছে ডুয়েল ব্যাক ক্যামেরা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আকর্ষণীয় এ বান্ডেল অফারের অধীনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন তিন মাসে মোট ৩৬ জিবি ইন্টারনেট প্যাক। প্রতিমাসে ১২ জিবি করে মোট তিন মাস এই ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। -বিজ্ঞপ্তি
×