ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবসায়ন হচ্ছে আইসিবি এএমসিএল ফান্ড

প্রকাশিত: ০৪:১৭, ১৬ মার্চ ২০১৭

অবসায়ন হচ্ছে আইসিবি এএমসিএল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ২০ মার্চ শেষ হচ্ছে। তাই ওইদিন ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। একই দিন থেকে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডটির ট্রাস্টি আইসিবি এ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি গত ২ মার্চ ফান্ডটি অবলুপ্ত করার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি চিঠি পাঠায়। বুধবারের কমিশন সভায় বিষয়টি অনুমোদন হয়। এই প্রসঙ্গে ফান্ডটির ট্রাস্টি ২০ মার্চকে রেকর্ড ডেট ও লেনদেনের তারিখ হিসেবে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে। আগামী ২০ মার্চ ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হবে। তাই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১ অনুযায়ী ফান্ডটি অবলুপ্ত করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন গোল্ডেনসন পরিচালক প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সনের পরিচালক বেলাল আহমেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই পরিচালক ৪০ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বেলাল আহমেদের কাছে কোম্পানির মোট এক কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৬৯৯ শেয়ার আছে। এর মধ্যে থেকে ৪০ লাখ শেয়ার বেচবেন তিনি। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×