ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৬, ১৬ মার্চ ২০১৭

পুুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনেও সামান্য উত্থান হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। এই দিনে উভয় বাজারেই ব্যাংক খাতের কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। তবে দরবৃদ্ধির শীর্ষ বা পতন উভয় ক্ষেত্রেই কয়েকটি ব্যাংকের স্থান পেয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৯৭২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৭২ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬, কমেছে ১৬৭ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৫১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কাসেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা ও ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আরামিট সিমেন্ট, সায়হাম টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি অটোকার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, পিএইপি মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল ও আইপিডিসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এসআইবিএল, প্রাইম ইন্স্যুরেন্স, আইডিএলসি, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, আইএফআইসি, ওয়ান ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেনসন ও পূরবী জেনারেল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫, কমেছে ১১৫ এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ট্রাস্ট ব্যাংক, ফার কেমিক্যাল ও কেয়া কসমেটিক।
×