ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় চারদিন কর্মদিবস করার প্রস্তাব

প্রকাশিত: ০৪:১৪, ১৬ মার্চ ২০১৭

অস্ট্রেলিয়ায় চারদিন কর্মদিবস করার প্রস্তাব

সপ্তাহে চারদিন কর্ম দিবস ও দিনে ছয় ঘণ্টা কাজ করার বিষয়ে বিবেচনা করা উচিত অস্ট্রেলিয়ার। দেশটির এক রাজনৈতিক নেতা এ কথা জানান। খবর বিবিসির। বামপন্থী অস্ট্রেলিয়ান গ্রীন দলের প্রধান রিচার্ড ডি নাটালি যুক্তি দেখান, কর্মঘণ্টা কমালে উৎপাদনশীলতা বাড়বে এবং কর্মীরা পরিবারকে আরও সময় দিতে পারবে। ডি নাটালি বলেন, তিনি কোন নির্দিষ্ট মডেল পরামর্শ দেননি। কিন্তু এতে শ্রমিকদের পর্যাপ্ত আয় নিশ্চিত করা হবে। অস্ট্রেলিয়ার দুই প্রধান দল এ প্রস্তাবের ওপর কোন মন্তব্য করেনি। কিন্তু এ নিয়ে এক অর্থনীতিবিদ সমালোচনা করেছেন। ১৯ শতকের অন্ধকার দিনগুলোতে শিল্পোন্নত দেশগুলোর অনেক শ্রমিক রবিবার ছুটি পেলে নিজেদের ভাগ্যবান মনে করত। শনি ও রবিবার বন্ধের সঙ্গে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করার অনুমতি পায়। এটা শ্রমিক আন্দোলনের জন্য একটি প্রধান মাইলফলক। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে খরচ কমানোর জন্য প্রায় ১৭ হাজার সরকারী কর্মকর্তা চারদিনে দশ ঘণ্টা কাজ শুরু করেছিলেন। কিন্তু এই পরীক্ষা-নিরাক্ষা স্থায়ী হয়নি। ২০১১ সালে সপ্তাহে পাঁচদিন কর্মদিবস পুনর্বহাল করা হয়। যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যেও এই ধারণা বহাল থাকে। সম্প্রতি গাম্বিয়া সপ্তাহে চারদিন কর্মদিবস বাতিল করে। ডি নাটালি বলেন, ভবিষ্যত কাজের ওপর তিনি একটি জাতীয় আলোচনা শুরু করে চেয়েছিলেন। গোল্ড ফিশ ছেড়ে বিপাকে! নেদারল্যান্ডসের এক ব্যক্তি একটি খালে অনেক বাহারি মাছ ছেড়ে মহাবিপদে পড়েছেন। নেদারল্যান্ডসের এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) হান্স ভ্যান মানেন নামের ওই ব্যক্তিকে ভেনেনদাল শহরের ওই খাল থেকে মাছগুলো আবার তুলে ফেলার জন্য এক মাস সময় দিয়েছে। বিভিন্ন ধরনের গোল্ড ফিশগুলো জুন মাসে খালে ছাড়া হয়। বিবিসি হেডফোনে বিস্ফোরণ! উড়োজাহাজে আরাম করে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন এক নারী। ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে জেগে যান তিনি। বুঝতে পারেন, তার হেডফোনে বিস্ফোরণ ঘটেছে। এক ঝটকায় তা ফেলে দেন নিচে। এতে গুরুতর আহত না হলেও গাল, ঘাড় ও হাত পুড়ে গেছে। ঘটনাটি সম্প্রতি চীনের বেজিং থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার সময় ঘটেছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) অবশ্য ওই নারীর নাম প্রকাশ করেনি। বিবিসি
×