ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের জন্য ডাচরা দায়ী ॥ এরদোগান

প্রকাশিত: ০৪:১৪, ১৬ মার্চ ২০১৭

সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের জন্য ডাচরা দায়ী ॥ এরদোগান

নেদারল্যান্ডসের সঙ্গে তুরস্কের বাগ্যুদ্ধ আরও তীব্র হয়েছে। বসনিয়ার সেব্রেনিৎসায় ১৯৯৫ সালের মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার জন্য তুর্কী প্রেসিডেন্ট ডাচ্দের অভিযুক্ত করার পর তীব্রতা পেয়েছে এ বাগ্যুদ্ধ। -খবর বিবিসি অনলাইনের। বসনীয় সার্ব বাহিনী সত্যিকারভাবে ওই গণহত্যার জন্য দায়ী। কিন্তু জাতিসংঘে ডাচ্ শান্তিরক্ষীরা ওই মানুষদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রিসেপ তাইপ এরদোগান বলেছেন। ওই ব্যর্থতার জন্য ডাচ্দের নৈতিকতা ভেঙ্গে পড়েছে। ডাচ্ প্রধানমন্ত্রী এ মন্তব্যকে এক জঘন্য মিথ্যা বলে অভিহিত করেছেন। মার্ক রুট বিবিসিকে বলেন, এরদোগান ঘণ্টায় ঘণ্টায় ক্রমেই আরও বেশি করে মৃগিরোগগ্রস্ত হয়ে পড়ছেন। এবং আমি চাই, তিনি শান্ত থাকুন। তুরস্কে গণভোটকে সামনে রেখে নেদারল্যান্ডসে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য প্রদানে দুই তুর্কী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে আঙ্কারা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক নাৎসি কৌশল গ্রহণের জন্য অভিযুক্ত করেছে ডাচ্দের, আঙ্কারায় ফেরত যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাচ রাষ্ট্রদূতের বিরুদ্ধে এবং হেগের সঙ্গে উচ্চপর্যায়ের সম্পর্ক স্থগিত করেছে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কুর্তলমুখ মঙ্গলবার বলেছেন তার দেশ নেদারল্যান্ডেসের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ইইউয়ের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগারিণী যে সব অতিরিক্ত বিবৃতি ও কর্মকা-ের জন্য পরিস্থিতির আরও অবনতি হয়, তা থেকে বিরত থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এ বার্তা প্রভাব রেখেছে খুব কমই বলে মনে হচ্ছে। তুরস্ক এ আহ্বানকে অকেজো বলে উল্লেখ করেছে। দুই তুর্কী মন্ত্রীকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নেদারল্যান্ডসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এ বিরোধের সৃষ্টি হয়।
×