ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া হাজিরা দেননি ॥ বিচারক বললেন এভাবে চলতে পারে না

প্রকাশিত: ০৮:৩৪, ১৫ মার্চ ২০১৭

খালেদা জিয়া হাজিরা দেননি ॥ বিচারক বললেন এভাবে চলতে পারে না

কোর্ট রিপোর্টার ॥ রাষ্ট্রদ্রোহ ও হত্যাসহ ১১ মামলায় শেষ পর্যন্ত হাজিরা দেননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার তিনি আদালতে আসবেন- তার আইনজীবীরা এ কথা নিশ্চিত করায় রাষ্ট্রপক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা বলেন, হঠাৎ অসুস্থ বোধ করায় খালেদা জিয়া আদালতে আসতে পারেননি। শুনানি শেষে বিচারক ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা বলেন, আগামী ২৮ মার্চ পর্যন্ত সর্বশেষ সময় দিলাম। ওইদিন না এলে তার অনুপস্থিতিতেই চার্জ শুনানি হবে। এছাড়া আপনারা আগে থেকে কোন অব্যাহতির আবেদন দেননি। তাই ওইদিন অব্যাহতির আবেদন দিলে ওইদিনই শুনানি করতে হবে কোন সময় পাবেন না। শুনানির ১১টি মামলার মধ্যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। সূত্রমতে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আইনজীবীদের কাছে খবর আসে খালেদা জিয়া আদালতে আসছেন না। আদালতকে বিষয়টি জানানো হলে বিচারক বলেন, আপনাদের কথা মতো সর্বশেষ বারের মতো সময় দিলাম। তাকে আদালতে হাজির করবেন। এভাবে তো চলতে পারে না।
×