ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৬:০৬, ১৫ মার্চ ২০১৭

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী

গতকাল বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এম. এ. খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক এবং ধন্যবাদ বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে এয়ারটেল এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপে চ্যাম্পিয়ন গ্রামীণফোন সম্প্রতি মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সাথে ১-০তে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন গ্রামীণফোন লিমিটেড। সেমিফাইনালে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি’র সাথে ৩-১ গোলে এবং গ্রামীণফোন লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাথে ১-০ গোলে জয়ী হয়ে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পায়। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং বাণিজ্যিক ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য বিশেষভাবে আয়োজিত। দিনব্যাপী আয়োজনে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে বিজয়ী দলকে যুক্তরাজ্যের লিভারপুলে ভ্রমণের মাধ্যমে বিখ্যাত এ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুল এফসি এবং সাউদাম্পটন এফসির মধ্যকার ম্যাচ দেখার সুযোগ করে দেয়া হবে।
×