ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটনে এগিয়ে যাওয়ার লড়াই

প্রকাশিত: ০৬:০৫, ১৫ মার্চ ২০১৭

ওয়েলিংটনে এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিন সমান তালে এগোনোর পর শেষদিনে বৃষ্টির কারণে ড্র হয় ডুনেডিনের প্রথম টেস্ট। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি জিতে তাই এগিয়ে যেতে মরিয়া স্বাগতিক নিউজিল্যান্ড ও অতিথি দক্ষিণ আফ্রিকা। ওয়েলিংটনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর চারটায় শুরু দু’দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেখানে রস টেইলরকে পাচ্ছে না স্বাগতিকরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান। পরিবর্তে ৩৩ বছর বয়সে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন নেইল ব্রুম। একই কারণে তারকা পেসার ট্রেন্ট বোল্টের খেলা নিয়েও সংশয় রয়েছে। যেটিকে নিজেদের সুযোগ হিসেবে দেখছেন প্রতিপক্ষ অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। তবে প্রথম ম্যাচের দারুণ লড়াই স্বাগতিকদেরও আত্মবিশ্বাস যোগাচ্ছে। ডুনেডিনে ৪ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষদিনে ১৯১ রানে এগিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। যে অবস্থায় সম্ভাব্য তিনটি ফলই হতে পারত। কিন্তু বৃষ্টিতে শেষদিন ভেস্তে গেলে ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হন প্রোটিয়া ওপেনার ডিন এলগার, ৩০৮ রানে অলআউট হয় ডুপ্লেসিসের দল। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসনের (১৩০) সেঞ্চুরিতে ৩৪১ রান করেছিল কিউইরা। ড্র ম্যাচের নায়ক এলগার বলেন, ‘প্রথম টেস্টে আমরা যে লক্ষ্য নিয়ে খেলা শুরু করেছিলাম। আমরা ঐ অবস্থানেই আছি। সেখান থেকেই লড়াই শুরু করব। ভাল খেলে দ্বিতীয় টেস্ট জিততে চাই। তবে কাজটা কঠিনই হবে বলে মনে হচ্ছে। কারণ নিউজিল্যান্ড প্রথম টেস্টে ভাল ক্রিকেট খেলেছে। তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমরাও সতর্ক আছি। যে কোন পরিস্থিতিতে লড়াইয়ের জন্য প্রস্তুত।’ আর অতিথি অধিনায়ক ডুপ্লেসিস বলেন, ‘ওয়েলিংটন টেস্টে জিতে এগিয়ে যেতে চাই। এজন্য সব বিভাগে আরও ভাল করতে হবে। প্রতিপক্ষ কিউই শিবিরে অভিজ্ঞ টেইলর না থাকাটা আমাদের জন্য ভাল সুযোগ হতে পারে।’ গোড়ালির চোটের কারণে ডুনেডিনে প্রথম ইনিংসেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন টেইলর। পরিবর্তে ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে যাচ্ছেন ব্রুম। সাদা পোশাকে অভিষেক হতে পারে তার। তারকা পেসার টিম সাউদি বলেন, ‘ডুনেডিনে আমরা ভাল ক্রিকেট খেলেছি। প্রথম ইনিংসে লিড নিয়েছিলাম। তবে লিডটা সামান্যই ছিল। প্রকৃতির ওপর কারও হাত নেই। ওয়েলিংটনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ ১৯৩২ সাল থেকে এখন পর্যন্ত ১৫টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ১২টি সিরিজেই জয় প্রোটিয়াদের। আর তিনটি সিরিজ ড্র হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও কোন টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। তাই ঘরের মাটিতে এবার প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারার খায়েশ মিটিয়ে ফেলতে মরিয়া ব্ল্যাক-ক্যাপসরা। তিন জেলায় ফুটবল টার্ফের অনুমোদন দিল এএফসি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যে আবেদন করেছিল তাতে কাজ হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মিনি পিচ স্কিমের আওতায় বাংলাদেশের তিনটি জেলায় মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপন করার অনুমতি দিয়েছে। জেলাগুলো হলো : নীলফামারী, মাদারীপুর এবং ফেনী। লিমোনটা স্পোর্টস এসপিএ কর্তৃক এই তিনটি জেলায় মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের কাজ অচিরেই শুরু করা হবে বলে জানিয়েছে বাফুফে। ওয়ালটন জাতীয় মহিলা বেসবলে চ্যাম্পিয়ন আনসার স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় মহিলা বেসবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৯-৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশ দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অবঃ) মীর মোতাহার হোসেন, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা বেগম, বেসবল কোচ হিরোকি ওয়াতানেবে, ধানম-ি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রশাসক আয়েশা বেগম প্রমুখ।
×