ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না থেকেও আলোচনায় ধোনি

প্রকাশিত: ০৬:০৫, ১৫ মার্চ ২০১৭

না থেকেও আলোচনায় ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ১-১এ চলমান চার টেস্টের সিরিজে ম্যাচটা দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই বছরের ওপরে। তবু ম্যাচে ভারতের দু’দুটি বিশ্বজয়ী অধিনায়ককে মনে পড়বে। কারণ দেশটির ২৬তম টেস্ট ভেন্যু হিসেবে আবির্ভূত হতে যাওয়া রাচির জেএসসিএ (ঝাড়খ-) ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে তার ঘরের মাঠ। জন্ম, বেড়ে ওঠা, দিগি¦জয়ের শুরুটা এখান থেকেই। ঝাড়খ- স্টেট ক্রিকেট এ্যাসোসিয়েশন চাইছিল তাদের ঐতিহাসিক এই টেস্টে ধোনি উপস্থিত থাকুন। কিন্তু দিল্লীতে বিজয় হাজারে ট্রফির ম্যাচ থাকায় সেটি আর হচ্ছে না। নিজেকে ফিট রাখতে বিজয় হাজারে টুর্নামেন্টে খেলছেন ভারতের ওয়ানডে ও টি২০ অধিনায়ক। ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি তুখোড় এই তারকার ভবিষ্যত নির্ধারণ করে দেবে বলে মনে করছেন তার শৈশবের কোচ কেশব ব্যানার্জি। ‘এই মুহূর্তে ওর পূর্ণ মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। আমার মনে হয়, সেখানে সাফল্য পেলে তবেই সে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত যাবে। এটা খুবই স্বাভাবিক বয়সের সঙ্গে সঙ্গে আপনি আর আগের মতো রান তুলতে পারবেন না। তবে ধোনির ইচ্ছাশক্তি আর ম্যাচ বোঝার ক্ষমতা ওকে এখনও স্পেশাল করে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই সে নিজেকে ঝালিয়ে নিতে ঘরোয়া ওয়ানডেগুলো খেলছে।’ বলেন কেশব। জুলাইয়ে ৩৬ পূর্ণ করতে চলা ধোনি দুই বছর পরের বিশ্বকাপে খেলবেন কি না তা বলে দেবে বিশ্বকাপের পোশাকী মহড়া হয়ে ওঠা চ্যাম্পিয়ন্স ট্রফি। জুনের ১ তারিখ যেটি শুরু হবে ইংল্যান্ডে। টেস্ট অবসরের পর কদিন আগে ওয়ানডে ও টি২০’র নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণাও ধোনি অনেকটা আকস্মিকভাবে দিয়েছিলেন। এ নিয়ে তখন নানারকম গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কেশব নিশ্চিত করেছেন, বোর্ড থেকে কোন চাপ ধোনিকে দেয়া হয়নি। বরং কেউ যেন সেই চাপ না দিতে পারে, প্রশ্ন তুলতে না পারে; ধোনি এর আগে নিজে থেকেই সরে গেছেন। ওদিকে ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ রিভিউ নেয়ার আগে ড্রেসিং রুমের দিকে তাকানোর ঘটনায় কম বিতর্ক হয়নি। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু ক্রিকেটের মোড়ল দুইদেশের বড় দুই তারকার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় সামলোচনার মুখে পড়েন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সমালোচিত নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তাই রাচির তৃতীয় টেস্টে ব্রডকে সরিয়ে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসনকে ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তনের এই খবর জানানো হয়। আর অতিথি স্পিনার নাথান লেয়ন বলেছেন, স্বাগতিক ভারতই এই ম্যাচে চাপে থাকবে।
×