ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পেলেকেও ছাড়িয়ে যাবেন নেইমার’

প্রকাশিত: ০৬:০৪, ১৫ মার্চ ২০১৭

‘পেলেকেও ছাড়িয়ে যাবেন নেইমার’

স্পোর্টস রিপোর্টার ॥ প্রশংসার স্রোতে ভেসে চলেছেন নেইমার। বেশ কিছুদিন চেনা ছন্দে ছিলেন না বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা। অবশেষে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করে নিজেকে ফিরিয়ে এনেছেন। এরপর থেকে নেইমারকে নিয়ে আবারও মেতেছেন সাবেক ও বর্তমান ফুটবলার কিংবা কোচেরা। এই যেমন এবার ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নেইমার একদিন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকেও ছাড়িয়ে যাবেন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর বিশ্বাস, উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নেইমার একদিন সবকিছু জয় করবেন। গড়বেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। কাফুর কথার অবশ্য ভিত্তিও আছে। এই বয়সেই (২৪ বছর) নেইমার জাতীয় দলের হয়ে অনেক কীর্তির সাক্ষী হয়েছেন। ইতোমধ্যে বিখ্যাত হলুদ জার্সি গায়ে ৫০ গোল করেছেন নেইমার। তার সামনে আছেন কেবল পেলে, রোনাল্ডো ও রোমারিও। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। জাতীয় দলেও নেইমার যে অপ্রতিরোধ্য তাতে সিংহাসনটা হয়ত তাকেই ছেড়ে দিতে হবে। সাক্ষাতকারে কাফু বলেন, সব রেকর্ড হয়ই ভাঙ্গার জন্য। অবশ্যই নেইমারের (রেকর্ড ভাঙ্গার) সে সুযোগ আছে। সে তরুণ এবং তার হাতে সময়ও আছে। এখন যেভাবে সে খেলছে, সেভাবে যদি চালিয়ে যেতে পারে, তাহলে পেলেকে ছাড়িয়ে যাওয়ার সব সম্ভাবনাই তার আছে। ব্রাজিলকে অধরা অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দিয়েছেন নেইমার। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে গত পাঁচ ম্যাচে চার গোল করেছেন এই ফরোয়ার্ড। ২০০২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুরও দারুণ এক রেকর্ড আছে।। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলেছেন সাবেক এই ডিফেন্ডার। কাফু অবশ্য জানিয়েছেন, তার রেকর্ডটা ভাঙ্গার নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা বোঝাই যায়। কেননা কেউই ব্রাজিলের হয়ে আমার মতো এত লম্বা সময় খেলেনি (১৬ বছর)। নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলেছেন ৭৫ ম্যাচ। এদিকে আরেক সাক্ষাতকারে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে সাদামাটা দল হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক ফুটবলার জুয়ান রোমান রিকুয়েলমে। তিনি বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোবিহীন রিয়াল মাদ্রিদের মতো মেসিকে ছাড়া ম্লান আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিকুয়েলমে বলেন, মেসি দলে না থাকলে আর্জেন্টিনা অন্য দলগুলোর মতো সাধারণ একটি দলে পরিণত হয়। তার ধারণা, লা লিগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থাও অনেকটা একই রকম। লীগের শীর্ষ পয়েন্টধারীরাও চারবারের ব্যালন ডি অর জয়ী রোনাল্ডোর অনুপস্থিতিতে একই চেহারা লাভ করে। সাবেক এই মিডফিল্ডার বলেন, মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা সাধারণ একটা দল। অবশ্য এটিও ঠিক যে মেসি হচ্ছেন বিশ্বের সেরা ফুটবল তারকা। বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকতে থাকা এডগার্ডো বাউজার আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। এ পর্যন্ত অনুষ্ঠিত বাছাইপর্বের ১২ ম্যাচের মধ্যে মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র ৫টি ম্যাচে অংশ নিয়েছেন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলবে। পঞ্চম হওয়া দলটিকে খেলতে হবে প্লেঅফ। এ কারণে বাছাইপর্বের বাদবাকি ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ।
×