ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারবার-ওজনিয়াকি শেষ ষোলোয়

প্রকাশিত: ০৬:০৪, ১৫ মার্চ ২০১৭

কারবার-ওজনিয়াকি শেষ ষোলোয়

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুটা একেবারেই ভাল কাটেনি এ্যাঞ্জেলিক কারবারের। অস্ট্রেলিয়ায় টানা কয়েকটা আসর খেলে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনের ব্যর্থতা তাকে আবার বিশ্বের দুই নম্বর টেনিস তারকায় পরিণত করেছে। তবে ইন্ডিয়ান ওয়েলসে চলমান বিএনপি পারিবাস ওপেনে দারুণ খেলছেন এ জার্মান তারকা। যদিও তৃতীয় রাউন্ডে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি পাউলিন পারমেন্টিয়ারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অবশ্য ফরাসী এ তরুণীকে ৭-৫, ৩-৬, ৭-৫ সেটে হারিয়ে দিয়েছেন তিনি। কারবার বেঁচে গেলেও ৪ নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ ও পোলিশ সুন্দরী ৬ নম্বর বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা বিদায় নিয়েছেন। তবে শেষ ষোলোয় উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি, ভেনাস উইলিয়ামস, এলেনা ভেসনিনা ও লরা ডেভিস। প্রথম সেটেই কারবারকে চমকে দিয়েছিলেন পারমেন্টিয়ার। দারুণ লড়াই জমে তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত কারবারই প্রথম সেট জিতে স্বস্তিতে ছিলেন। কিন্তু তার অস্বস্তি বেড়ে যায় দ্বিতীয় সেটে। এবার দুর্দান্ত খেলেছেন পারমেন্টিয়ার। ৬টি ব্রেক পয়েন্ট জিতে শেষ পর্যন্ত ৬-৩ গেমে দ্বিতীয় সেট জয় করে সমতা আনেন ম্যাচে। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও লড়াই করেছেন সমানে-সমান, কিন্তু পারেননি পারমেন্টিয়ার। শেষ পর্যন্ত হারতেই হয়েছে তাকে কারবারের অভিজ্ঞতার কাছে। একঘণ্টারও বেশি সময় ধরে চলা ম্যাচে জিতে হাফ ছেড়ে বাঁচেন কারবার। শেষ ষোলোয় কারবার মুখোমুখি হবে এলেনা ভেসনিনার বিরুদ্ধে। এ তরুণী ৬-৪, ১-৬, ৬-৪ সেটে টিমিয়া বাবোসকে হারিয়ে দিয়েছেন। এবার কারবারের বিরুদ্ধে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভেসনিনার। তবে ১২ নম্বর বাছাই মার্কিন কৃষ্ণকন্যা ভেনাস ও ১৩ নম্বর বাছাই ডেনিশকন্যা ওজনিয়াকি দারুণ জয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। ভেনাসের কাছে চেকপ্রজাতন্ত্রের লুসি সফারোভা হেরে যান ৬-৪, ৬-২ সেটে। আর ওজনিয়াকি ৬-৩, ৬-১ সেটে উড়িয়ে দেন সিনিয়াকোভাকে। ৯ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস ৬-১, ৬-৪ সেটে জাপানের নাওমি ওসাকা এবং ব্রিটিশ তারকা লরা ৬-১, ৬-৪ সেটে জুলিয়া জর্জেসকে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছেন। কিন্তু বিদায় নিয়েছেন পোলিশ সুন্দরী রাদওয়ানাস্কা। তিনি চাইনিজ তারকা শুয়াই পেংয়ের কাছে হেরে গেছেন ৬-৪, ৬-৪ সেটে। ছিটকে গেছেন রোমান তারকা হ্যালেপও। চার নম্বর বাছাই এ তরুণীকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন ২৮ নম্বর বাছাই লাদেনোভিচ।
×