ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ মার্চ ২০১৭

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ মার্চ ॥ ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ঘাটাইল-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আফাজ উদ্দিন (৪৫) ইনদিরা বাইদ প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জানা গেছে, শিক্ষক আফাজ উদ্দিন সড়কের পল্টনপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। নাটোরে কিশোর নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, বড়াইগ্রামে ট্রাকচাপায় বাবুল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা এলাকায় আহম্মেদপুর-বড়াইগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন উপজেলার পারকোল গ্রামের মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, বাবুল হোসেন শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে মাছ নিয়ে সিরাজগঞ্জের মহিস লুটি যাচ্ছিল বিক্রির জন্য। পথে আহম্মেদপুর-বড়াইগ্রাম সড়কের কৈডিমা এলাকায় পিছন থেকে একটি ট্রাক ওই ভটভটিকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ সময় বাবুল হোসেন ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আদমদীঘিতে শিশু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার থেকে জানান, আদমদীঘি উপজেলার বশিকোড়া-কুন্দগ্রাম রাস্তায় ভটভটি অটোভ্যান সংঘর্ষে মারজিনা আখতার নামের মাত্র ৩ বছর বয়সের এক শিশুকন্যা নিহত হয়েছে। মারজিনা দুপচাঁচিয়া উপজেলার আমশট্র গ্রামের মিঠুর কন্যা। সোমবার রাতে মারজিনা তার মায়ের সঙ্গে আদমদীঘি উপজেলার তিলছ জয়দেবপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে অটোভ্যান যোগে নিজ গ্রামের বাড়িতে যাবার সময় ওই সড়কের তেঁতুলিয়া চান্দের পুকুর নামক স্থানে পৌঁছলে, বিপরীতমুখী লোহার রড বোঝাই একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হলেও মারজিনা আখতারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। রাজশাহীতে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম স¤্রাট হোসেন (১৬)। সে উপজেলার শিবপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। উপজেলার আমরাইল উচ্চবিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স¤্রাট হোসেন ও তার বন্ধু শফিকুল ইসলাম কম্পিউটার ক্লাস করার জন্য কেশরহাট টেকনিক্যাল কলেজে সাইকেলযোগে যাচ্ছিল। পথে নওগাঁগামী একটি বাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স¤্রাট বাসের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তবে সঙ্গে থাকা তার বন্ধু অক্ষত রয়েছে।
×