ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ^ব্যাংক প্রতিনিধি দলের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ মার্চ ২০১৭

বিশ^ব্যাংক প্রতিনিধি দলের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিশ^ব্যাংকের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল মঙ্গলবার জাতীয় বিশ^বিদ্যালয় পরিদর্শন করেছে। কলেজ শিক্ষার উন্নয়নসংশ্লিষ্ট প্রকল্পের ব্যাপারে তারা জাতীয় বিশ^বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম, আইসিটি শাখা, শিক্ষক প্রশিক্ষণ কক্ষ, সিনেট হল ইত্যাদি পরিদর্শন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, কলেজ শিক্ষার উন্নয়নসংশ্লিষ্ট একটি প্রকল্পের ব্যাপারে বাংলাদেশে সফররত বিশ^ব্যাংকের বিশেষজ্ঞ মি. কোন্ গেভেন ও ব্যাংকের ঢাকার কনসালটেন্ট আসহাবুর রহমান বিশ^বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম, আইসিটি শাখা, শিক্ষক প্রশিক্ষণ কক্ষ, সিনেট হল ইত্যাদি পরিদর্শন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস, তথ্যপ্রযুক্তি দফতরের পরিচালক মুমিনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ফয়জুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুরে কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ মার্চ ॥ ‘জসীমউদ্দীন গ্রামবাংলার রূপকার। তিনি তাঁর লেখনীতে পল্লী জননীর যে ছবি অঙ্কন করে গেছেন তা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাঁর লেখনীর মাধ্যমে বিশ্ব বাংলাদেশের গ্রামকে চিনতে পারছে।’ ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবির বাড়ির আঙিনায় এ আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, বর্তমান সরকার পল্লী কবির বাড়ির পাশে জসীম সংগ্রহশালা নির্মাণ করেছে। আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রী ফরিদপুর সফরে আসছেন। আমি প্রত্যাশা করি ওই দিন প্রধানমন্ত্রী এ সংগ্রহশালাটির উদ্বোধন ঘোষণা করবেন। পল্লী কবি জসীমউদ্দীন এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, কবির বড় পুত্র ড. জামিল আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি এমএ সামাদ, কবির বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় আনসার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শেখ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম এ জলিল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।
×