ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইজারায় চড়া দর, টেন্ডারে অংশ নিতে অনীহা

প্রকাশিত: ০৫:৫২, ১৫ মার্চ ২০১৭

ইজারায় চড়া দর, টেন্ডারে অংশ নিতে অনীহা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ফেরিঘাট ইজারায় এবার চড়া মূল্য নির্ধারণ করায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। সম্প্রতি ওইসব ফেরিঘাটের ইজারার বিজ্ঞপ্তি দেয়া হলেও চড়া মূল্যের কারণে কেউ দরপত্র কেনেনি। ইজারাদারদের অভিযোগ, বর্তমান মূল্যের চেয়ে আগামী বছরের জন্য চার থেকে পাঁচ গুণ বেশি দর নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ওই মূল্যে ফেরিঘাট ইজারা নিয়ে কোনভাবেই সে টাকা তোলা সম্ভব নয় বলে দাবি করেছে ইজারাদাররা। জানা গেছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা এলাকার পদ্মা নদীর তালখাম্বা ও ভাগরথী ফেরিঘাট আগামী বছরের জন্য ইজারা প্রদানের দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এখন পর্যন্ত কেউ দরপত্র কেনেনি। রাজশাহীতে এসে নারায়ণপুর ইউনিয়নের ভাগরথী ফেরিঘাটের আজিমুদ্দিনসহ কয়েক ইজারাদার জানান, ২০১৫ সালে ১৪ লাখ ২০ হাজার টাকা ও ২০১৬ সালে ১৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকায় ঘাটটি ইজারা নেয়া হয়েছিল। চলতি বছর ইজারা মূল্য ছিল ১৭ লাখ ৫৯ হাজার টাকা। আর তালখাম্বা ঘাটটির ইজারা মূল্য ছিল ১৮ লাখ টাকা। কিন্তু আগামী মৌসুমের জন্য তালখাম্বা ঘাটের জন্য ৭৪ লাখ টাকা নির্ধারণ করে ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আর ভাগরথী ঘাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে ৫৯ লাখ টাকা নির্ধারণ করে। এক বছরের ব্যবধানে এত টাকা বৃদ্ধিতে ইজারাদার দরপত্র কিনছে না বলে জানান তিনি। ইজারাদার আজিমুদ্দিন বলেন, ওই এলাকায় পদ্মা নদীর ওপাড়ে প্রায় ১০ হাজার মানুষের বসতি রয়েছে। সেসব মানুষ প্রয়োজনে নদী পার হয়ে শহরে আসে। কয়েক বছর আগে ঘাটগুলো পরিত্যক্ত ছিল। ইজারা নেয়ার মতো কেউ ছিল না। স্থানীয়রা লোক পারাপারের ব্যবস্থা করত। কিন্তু ভারত থেকে বৈধপথে গরু আসার কারণে ঘাটগুলোর গুরুত্ব ও মূল্য বাড়তে থাকে। সম্প্রতি গরু পারাপার বন্ধ হয়ে গেছে। সে কারণে সমস্যায় পড়েছেন বর্তমান ইজারদাররা। আজিমুদ্দিন জানান, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে দরপত্রে অংশ নেবেন না। এত বেশি দামে ঘাট ডেকে অর্থ উঠানো সম্ভব হবে না। তালখাম্বা ফেরিঘাটের সাবেক ইজারাদার ইসমাইল হক বলেন, ২০১৫ সালে ১৫ লাখ ২৫ হাজার টাকায় ঘাটটি নিয়েছিলেন তিনি। তাতে লোকসান হওয়ায় ২০১৬ সালের তিনি এ ঘাট ছেড়ে দেন। এবার ইজারা নেয়ার ইচ্ছে থাকলে সম্ভব হচ্ছে না। এত বেশি দামে ঘাট ডেকে কোনভাবেই লাভ করা সম্ভব নয় বলে জানান তিনি।
×