ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫১, ১৫ মার্চ ২০১৭

সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ মার্চ ॥ পুলিশ সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুলিশ সুপারের মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য প্রদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রাশিদুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে মহিলাদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম হ্যাক করে তার এ্যাকাউন্টের গোপন ইনবক্স থেকে ব্যক্তিগত তথ্য এবং ছবি সংগ্রহ করত। এসবের মধ্যে দুর্বল বিষয়গুলো এবং ছবির মুখম-লের সঙ্গে অন্য যে কোন অশ্লীল ছবিজুড়ে দিয়ে তাদের ব্ল্যাকমেল করে আসছিল। পরে তাদের কাছ থেকে ব্লাকমেল করে সর্বনিম্ন ৫ শ’ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। সম্প্রতি ০১৭০৪৬৭৮০৫৭ নম্বর বিকাশের মাধ্যমে একজনের কাছে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে ডিএমপিতে দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে ওই বিকাশ নম্বরের সূত্র ধরে প্রায় ১৮ ঘণ্টা একটানা অভিযান চালিয়ে এই ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলোÑ নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া সেবাশ্রম পাড়ার রেজাউল করিমের পুত্র রফিকুল ইসলাম টুটুল, কালিতলা এলাকার আজিজার রহমানের পুত্র আখতারুজ্জামান অবুঝ এবং হাট-নওগাঁ সাহেবপাড়া এলাকার আবদুর রহিম শেখের পুত্র সালেকুর রহমান মানিক। তাদের কাছ থেকে এই প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি মর্ডেম এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে। একটি গোষ্ঠী দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে ॥ খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ মার্চ ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে নতুন করে জঙ্গী ও সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুর আলী স্কুল এ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, এত আগুনসন্ত্রাসের পরেও বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থানের ওপর দাঁড়িয়ে আছে। এ অর্জনগুলো নষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত শুরু হয়ে গেছে। আজকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের জঙ্গী বানানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×