ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০৫:৫০, ১৫ মার্চ ২০১৭

হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে ইউপি সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৪ মার্চ ॥ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ধনা সেন (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে গোপনে পুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শ্যামল দেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে নিহতের ভগ্নিপতি রাজু কর বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। জানা যায়, উপজেলার কেলিশহর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনপাড়া এলাকায় স্থানীয় ইউপি মেম্বার শ্যামল দের ভগ্নিপতি সাজু দের স্টুডিও দোকানে চাকরি করত নিহত ধনা সেন। এক বছর আগে সে ওই দোকানের চাকরি ছেড়ে দিয়ে উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় একটি পেপার মিলে চাকরি করে। বর্তমানে সে চাকরিটি ছেড়ে দিয়ে বেকার জীবনযাপন করে। গত তিনদিন পূর্বে মেম্বারের ভগ্নিপতির স্টুডিও দোকানটি কেনার জন্য মেম্বার শ্যামল ও ভগ্নিপতি সাজুর সঙ্গে ২ লাখ টাকার কথা হয়। দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার কেলিশহর ইউনিয়নের সেনপাড়া এলাকায় মহোৎসব ছিল। নিহত ধনা সেন মহোৎসবে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন শেষে ভোর ৪টার দিকে বাড়ি ফেরার পথে মেম্বার শ্যামল দে ও তার ভগ্নিপতি সাজু দের সঙ্গে দোকান কেনার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বাড়ির পেছনে ইউপি মেম্বার শ্যামল দের নেতৃত্বে ৫-৬ যুবক মিলে ধনা সেনকে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনা ধামাচাপা দিতে কাউকে না জানানোর জন্য নিহতের মায়ের থেকে টিপসই নেয় ইউপি মেম্বার শ্যামল দে। পরে স্থানীয় শ্মশানে ইউপি সদস্য শ্যামল দের নেতৃত্বে সকালে নিহত ধনা সেনকে দাহ করা হয়। রাবির শিক্ষার্থী প্রহৃত ॥ প্রতিবাদে মানববন্ধন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় যুবলীগের নেতাকার্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এনামুল হক ও সুজন মিয়াকে কোন কারণ ছাড়াই মারধর করে ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের উদ্ধার করতে গেলে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে অস্ত্র নিয়ে ধাওয়া করে তারা। একই রাতে বিনোদনপুর বাজার এলাকায় রুবেল রানা নামের আরেক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আহত রানা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
×