ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থ-সাউথ ভার্সিটির গবেষণার জন্য অনুদান প্রদান

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ মার্চ ২০১৭

নর্থ-সাউথ ভার্সিটির গবেষণার জন্য অনুদান প্রদান

নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিবছর গবেষণা খাতে বড় অঙ্কের অনুদান ব্যয় করে থাকে। যার ধারাবাহিকতায় গত ১২ মার্চ ২০১৬-২০১৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের জন্য মোট দুই কোটি টাকার অনুদানের চেক শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। ৬৫ শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে দেশ-বিদেশের ১৩০ নিরীক্ষকের যাচাই-বাছাই শেষে ৪৩ জনের গবেষণা প্রকল্প নির্বাচন করা হয়েছে। শিক্ষকদের মধ্যে গবেষণা অনুদান প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. গিয়াস উদ্দিন আহসান, কোষাধ্যক্ষ ড. গৌড় গোবিন্দ গোস্বামী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিসনেস এবং ইকনোমিকস এর ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, স্কুল অব হিউমিনিটিস এ্যান্ড সোস্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. আবদুর রব খান এবং গ্র্যাজুয়েট স্টাডিস এ্যান্ড রিসার্চের ডাইরেক্টর প্রফেসর ড. এটিএম নুরুল আমিন। বিজ্ঞপ্তি মানবসম্পদ উন্নয়নে এনএইচটিটিআই- নভোএয়ার চুক্তি স্টাফ রিপোর্টার ॥ দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের জন্য ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)-এর সঙ্গে চুক্তি করেছে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী এবং নভোএয়ারের মার্কেটিং এ্যান্ড সেলস ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় এনএইচটিটিআইয়ের শাকের হোসেন, নভোএয়ারের মাঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী-নিয়মিত নভোএয়ারের কর্মকর্তাদের এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেবে এনএইচটিটিআই। চেরি ফুল এ সময় জার্মানিতে গাছে গাছে চেরি ফুল ফোটে। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর বহু পর্যটক জার্মানিতে যায়। হামবুর্গের একটি গাছে চেরি ফুল ফুটেছে। ছবিটি সোমবার তোলা। এএফপি। পানি সংগ্রহ সিরিয়ার আলেপ্পো শহর দীর্ঘদিন আইএস জঙ্গীদের কব্জায় ছিল। সম্প্রতি শহরটি আইএস মুক্ত হয়। শহরটিতে খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে। এক শিশু প্লাস্টিকের বক্সে করে পানি নিয়ে যাচ্ছে।-এএফপি।
×