ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আংটির সাহায্যে দাম পরিশোধ

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ মার্চ ২০১৭

আংটির সাহায্যে দাম পরিশোধ

স্মার্টফোনের নাম তো জানেন। সেটা দিয়ে এখন এমন কোন কাজ নেই যা করা যায় না। এবার আপনার আঙুলে পরার জন্য তৈরি হয়েছে ‘স্মার্ট আংটি’। এটি দিয়ে পণ্য কিনে দাম পরিশোধ করতে পারবেন আপনি। এই আংটির নাম রাখা হয়েছে ‘কার্ভ’। প্রাথমিকভাবে এই আংটি যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয়েছে। এই আংটি পরে থাকলে পণ্য কেনার ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে কাগজ বা ধাতব মুদ্রা বহন করতে হবে না। তবে এটাই প্রথম ক্রয়ক্ষমতাসম্পন্ন স্মার্ট ডিভাইস নয়। কয়েক বছর ধরে এ্যাপল ফোন ব্যবহারকারীরা ‘এ্যাপল পে’র মাধ্যমে এই সুবিধা ভোগ করে আসছেন। আংটির এই প্রযুক্তি যে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে, তাতে কোন সন্দেহ নেই। এর কারণ, এই আংটি স্মার্টফোনের সংযোগ ছাড়াই কাজ করবে। ফলে এর ব্যবহারকারীরা নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা নিকটবর্তী এলাকাভিত্তিক যোগাযোগে বাধাহীন প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাবেন। অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে কার্ভ কাজ করবে মাস্টারকার্ড নেটওয়ার্কের মাধ্যমে। ব্যবহারকারীদের অবশ্যই কার্ভ ভার্চুয়াল মাস্টারকার্ড এ্যাকাউন্ট থাকতে হবে। একবার এই আংটির সঙ্গে সংযুক্ত হয়ে গেলে এটি বিশ্বের যে কোন জায়গায়, যেখানেই যোগাযোগবিহীন অর্থ আদান-প্রদানের ব্যবস্থা রয়েছে, সেখানে কাজ করবে। কার্ভের নির্মাতারা দাবি করছেন, এটি বিশ্বের প্রথম ক্রয়ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট আংটি’। -ডেইলি মেইল অবলম্বনে।
×