ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবান দিয়ে শিল্পকর্ম

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ মার্চ ২০১৭

সাবান দিয়ে শিল্পকর্ম

ইতালিয়ান নাগরিক ডেনিয়েল বারোসি। মাত্র ৭ বছর বয়সে শিল্প দক্ষতা দিয়ে স্কুলের শিক্ষকদের চমকে দেয়। কথায় আছে না ‘মর্নিং শোজ দ্য ডে’। এই বাক্যের পুরোটাই খাটে বর্তমানে ২৬ বছর বয়সী এ ইতালীয়র বেলায়। কারণ একবার নয় জীবনে বহুবার অপ্রচলিত সব শিল্প দক্ষতা দেখিয়ে বিশ্ব সেরার মুকুট জিতেছেন ডেনিয়েল বারোসি। হাতে একটি তরকারি কাটার ছুরি পেলেই তা দিয়ে নানা জিনিসে শিল্পকর্ম তৈরি করেন তিনি। কিন্তু তাই বলে গায়ে মাখার সাবান? হ্যাঁ, এবার সাবান দিয়ে শিল্পকর্ম তৈরি করে বিশ্বের বাঘা বাঘা সব শিল্পীদের চমকে দিয়েছেন তিনি। সাবান দিয়ে ডেনিয়েল বারোসি তৈরি করেছেন মাছ, হরেকরমক ফুল, ফুলদানি, মাথায় ঝুটিওয়ালা পাখি, ড্রাগন, পেখম মেলা ময়ূরসহ অনেক জিনিস। এসব তৈরি করতে মোটেও দীর্ঘ সময় ব্যয় করেন না তিনি। তার তৈরি এসব শিল্পকর্ম হৃদয়গ্রাহী হয়। সম্প্রতি ইতালিতে আয়োজিত এক শিল্পকর্ম প্রতিযোগিতায় সাবান দিয়ে এই শিল্পকর্মগুলো তৈরি করেন ডেনিয়েল। তার এই শিল্প দক্ষতার বিষয়টি সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, শিল্পকর্ম তৈরি আমার কাছে ম্যাজিকের মতো। হাতে ছুরি নিলেই আমার মাথায় ধারণা আসতে থাকে। এই ধারণা আমার মাথা থেকে হাতে চলে যায়। এরপর আমি ভিন্ন ভিন্ন শিল্পকর্ম তৈরি করি। এই শিল্প দক্ষতা চারদিকে ছড়িয়ে দিতে ইতালিতে ডেনিস আর্ট স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। অডিটিসেন্ট্রাল অবলম্বনে।
×