ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন

শেষ দিনে ২৮ জনের প্রার্থিতা প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ মার্চ ২০১৭

শেষ দিনে ২৮ জনের প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব সংবাদাতা, কুমিল্লা, ১৪ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। জানা গেছে, নির্বাচনের তফসীল ঘোষণার পর মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১৪৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪২ জনসহ ১৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে মেয়র পদে ২জন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে ১ জন এবং সাধারণ ওয়ার্ড থেকে ৬ জনসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ২ জনসহ ২৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০ জনসহ ১৫৭ প্রার্থীর বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) মামুনুর রশীদ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেনি। এদিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা মঙ্গলবার নগরীর দক্ষিণাংশের বিভিন্ন ওয়ার্ড এলাকায় এবং বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর শুভপুর, চকবাজার, সুজানগর, নবগ্রাম ও সংরাইশ এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ দোয়া কামনা করেন। সন্ধ্যায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল জানান, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। জানতে চাইলে তিনি বলেন, মেয়র পদে মেজর (অব) মামুনুর রশীদের (স্বতন্ত্র) প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি শুনেছি, কিন্তু হাইকোর্টের আদেশ এখনও পাইনি।
×