ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশেই তৈরি করছে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য

প্রকাশিত: ০৫:১৪, ১৫ মার্চ ২০১৭

দেশেই তৈরি করছে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ওয়ালটন যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু ডিজিটাল পদ্ধতি নয়; বিজ্ঞানভিত্তিক স্টেট অব দ্য আর্ট টেকনোলজির প্রয়োগিক ব্যবহারের মাধ্যমে দেশেই তৈরি করছে উচ্চমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য। বহির্বিশ্বে ইলেকট্রনিক্স পণ্য খাতে বাংলাদেশের পতাকা বাহক (ফ্ল্যাগ বিয়ারার) হবে ওয়ালটন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। অর্থনৈতিক রিপোর্টার বাজারে এলো ডুয়াল ব্যাক ক্যামেরাসমৃদ্ধ যবষরড় ঝ২৫ হ্যালিও ব্র্যান্ডটি বাংলাদেশে অনেকের কাছেই প্রিমিয়ামনেসের প্রতীক। যদিও হ্যালিও লাইনআপে হ্যান্ডসেটগুলো বাজারে আসতে একটু সময় নেয় তারপরও হ্যালিও ডিভাইসগুলো টেকপ্রেমীদের কাছে ভালই জনপ্রিয়। হ্যালিও সিরিজের আগের স্মার্টফোনগুলোর ধারাবাহিকতায় এবারও এডিসন গ্রুপ বাজারে উন্মোচন করছে প্রিমিয়াম ডিজাইন ও ডুয়াল ব্যাক ক্যামেরাসমৃদ্ধ যবষরড় ঝ২৫ নামে নতুন একটি স্মার্টফোন। রাজধানীর গুলশানে একটি ফাইভস্টার হোটেলে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ যবষরড় ঝ২৫ স্মার্টফোনটি উদ্বোধন করেন। যবষরড় ঝ২৫-এর সঙ্গে থাকছে একটি স্টাইলিশ ব্যাকপ্যাক এবং আরও আছে রবির বান্ডেল অফার। রবি বান্ডেল অফারে কাস্টমার প্রথম তিন মাস অন নেটে ৩০০ মিনিট এবং অফ নেটে ১০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছে। এছাড়াও প্রথম তিন মাস প্রতি মাসে পাঁচ জিবি করে ডাটা ফ্রি থাকছে। -বিজ্ঞপ্তি
×