ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এডিপি বাস্তবায়নে অর্থ ব্যয়ের দিক থেকে শীর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

আট মাসে এডিপি বাস্তবায়ন ৩৭ শতাংশ

প্রকাশিত: ০৫:১২, ১৫ মার্চ ২০১৭

আট মাসে এডিপি বাস্তবায়ন ৩৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ৩৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন বেশ ভাল। আশা করছি, চলতি অর্থবছরের বাকি সময়ে কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এডিপি বাস্তবায়নের হার আগের চেয়ে বেশি হবে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের জন্য ব্যয় হয়েছে মোট ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা। উল্লেখ্য, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। এডিপি বাস্তবায়নে শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগ ॥ এডিপি বাস্তবায়নে বরাদ্দের অর্থ ব্যয়ের দিক থেকে শীর্ষে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৮২ দশমিক ৫৫ শতাংশ)। এর পরেই আছে আইএমইডি (৬২ দশমিক ৯৬ শতাংশ), প্রধানমন্ত্রীর কার্যালয় (৬১ দশমিক ২৮ শতাংশ, থোক বরাদ্দসহ), জাতীয় সংসদ সচিবালয় (৫৬ দশমিক ৯৪ শতাংশ), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (৫৩ দশমিক ৩৫ শতাংশ), আইন ও বিচার বিভাগ (৫১ দশমিক ৭৬ শতাংশ), কৃষি মন্ত্রণালয় (৫১ দশমিক ৭২ শতাংশ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (৫০ দশমিক ৯১ শতাংশ), বিদ্যুত বিভাগ (৫০ দশমিক ৬৪ শতাংশ) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (৫০ দশমিক ১২ শতাংশ) পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগ ॥ দুর্নীতি দমন কমিশন একটি প্রকল্পের বিপরীতে আট মাসে বরাদ্দের একটি টাকাও খরচ করতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই বাস্তবায়ন অগ্রগতি শূন্য শতাংশ। এছাড়া বরাদ্দের বিপরীতে শিল্প মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যয়ের হার ২০ শতাংশের নিচে।
×