ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকের ওপর ভর করে সূচক বাড়ল

প্রকাশিত: ০৫:০৯, ১৫ মার্চ ২০১৭

ব্যাংকের ওপর ভর করে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থান থাকলেও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমে গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ৫৩ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে এক হাজার এক কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪৩ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, সোমবারেরও দরপতনের পরে মঙ্গলবারে ব্যাংক খাতের ওপর ভর করে সূচকের উর্ধগতি দেখা গেছে। সার্বিকভাবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম হলেও ব্যাংক খাতটি মোট লেনদেনের ২৮.৮০ শতাংশ দখল করেছে। শেয়ার কেনার চাপ বেশি থাকায় খাতটির মোট দর বেড়েছে ১.৪০ শতাংশ। এই খাতের আইএফআইসি, ফার্স্ট সিকিউরিটি ও সিটি ব্যাংক যথাক্রমে ১১.৩০ শতাংশ, ৯ শতাংশ ও ৮.৫০ শতাংশ দখল করেছে। ডিএসইতে ব্যাংক খাতের ওপর সূচক বাড়লেও সার্বিক লেনদেন কমেছে ৩.৬০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইএফআইসি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, একটিভ ফাইন, বেক্সিমকো, ফার্স্ট ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, আরএসআরএস স্টিল, ন্যাশনাল ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ফার কেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইপিডিসি, আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড ফাইন্যান্স, জুটস স্পিনার্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, আইএসএন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা ও মতিন স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, আইএফআইসি, বেক্সিমকো, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শেফার্ড ইন্ড্রাস্টিজ, একটিভ ফাইন, আরএন স্পিনিং, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইসলামী ব্যাংক।
×