ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:০৯, ১৫ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

বিশ্বের সবচেয়ে আপ্যায়নকারী দেশ গ্লোবাল কমিউনিটি নেটওয়ার্ক ইন্টারনেশনস তাদের বাৎসরিক ‘এক্সপাট ইনসাইডার সার্ভেতে কিছু দেশের কথা উল্লেখ করেছেন যেখানে প্রবাসীরা পৃথিবীর অন্য দেশের তুলনায় খুব সহজে নিজেদের মানিয়ে নিতে পারেন। ১৯১ দেশে বসবাসরত ১৪ হাজার প্রবাসীদের নম্বরের ভিত্তিতে পাঁচটি দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া দেশ কোস্টারিকা। বিশ্বের কোন দেশে অভিবাসী বা প্রবাসীরা সবচেয়ে সুখী ও সহজে মানিয়ে নিতে পারে এমন প্রশ্নে জরিপে ৮৯ শতাংশ প্রবাসী উত্তর দিয়েছেন কোস্টারিকা। মধ্য আমেরিকার ছোট্ট এ দেশটিতে তেমন বড় কোন শিল্প-কারখানা নেই, কৃষি উৎপাদন কিংবা জিডিপির বিচারেও বিশ্বে শীর্ষ দেশগুলোর ধারে কাছে নেই। তবে তাদের নির্মল ও স্বচ্ছ জীবন যাপনে ধারে কাছে নেই পৃথিবীর অন্য কোন দেশ। ইন্টারনেশনসের জরিপে ৭৯ শতাংশ কোস্টারিকান প্রবাসী জানিয়েছেন, তারা এখানে নিজের দেশের মতো করেই বসবাস করেন। ওয়েবসাইট গান গাইবে পোস্টার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন একটি প্রযুক্তির মাধ্যমে আশা করছেন একটি ব্যান্ডের পোস্টারের দিকে কেউ তাকালে সঙ্গে সঙ্গে তার মোবাইলে সেই ব্যান্ডের গান শুনতে পাবেন। তাদের এই নতুন প্রযুক্তি গান গাওয়া পোস্টার থেকে শুরু করে কথা বলা টি-শার্ট অর্থাৎ অবিশ্বাস্য এই প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বস্তুগুলোকে এফএম রেডিও স্টেশনে পরিণত করবে। নতুন এই প্রযুক্তি আমাদের আশপাশের যেকোন বস্তুকে এফএম রেডিও স্টেশনে পরিণত করতে পারবে এবং স্মার্টফোনেই তা শোনা যাবে। গবেষকরা গান গাওয়া পোস্টার (ছবির মধ্যমে) তৈরি করতে রেডিও সিগন্যাল ব্যবহার করেছেন, যা ১২ ফুট (৪ মিটার) এর মধ্যে থাকা স্মার্টফোনে সিগন্যাল পাঠিয়ে পোস্টারের ব্যান্ডের গান বাজাবে। -ডেইলি মেইল
×