ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগান শান্তি সংলাপে তালেবানকে চাইছে রাশিয়া

প্রকাশিত: ০৫:০৮, ১৫ মার্চ ২০১৭

আফগান শান্তি সংলাপে তালেবানকে চাইছে রাশিয়া

চীন, পাকিস্তান ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠেয় আফগান সংলাপে তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করতে চাইছে মস্কো। এ প্রক্রিয়ায় গত মাসে আফগানিস্তান, ভারত ও ইরান যোগ দেয়ার পর প্রস্তুতির সম্প্রসারণ ঘটিয়েছে রাশিয়া। এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। রাশিয়া গত মাসে মক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে অভাস দিয়েছে যে, এ বৈঠকে তালেবানের অংশগ্রহণের জন্যও দেশটি কিছু পর্যায়ে চেষ্টা চালাবে। কিন্তু আফগানিস্তান এ প্রস্তাবে সম্মত নয় এবং তা রাজনৈতিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে অন্তত এ সময়ে প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হতে পারে। অন্য অংশগ্রহণকারী দেশগুলো এ প্রস্তাব সম্পর্কে কোন মন্তব্য না করলেও আফগান সরকারের প্রতিনিধি এ ব্যাপারে আপত্তি তুলেছেন। বৈঠকের গোপন সূত্রে এ কথা বলা হয়। কূটনৈতিক সূত্র বলেছে, রাশিয়া আগামী বৈঠকটি ১৪ এপ্রিল অনুষ্ঠানের জন্য আহ্বান জানাবে। রাশিয়া গত বছর মস্কোতে অনুষ্ঠিত প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের বিরুদ্ধে ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কাতারে তালেবানের রাজনৈতিক প্রতিনিধিরা সংশ্লিষ্ট বর্তমান পরিস্থিতির ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এক তালেবান সূত্র গোপনে বলেছে, শান্তি আলোচনা যখন শুরু হবে তখন রাশিয়া ও চীন হবে গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী দেশ। সোনার চেয়ে মূল্যবান গাছ স্বর্ণের চেয়েও মহামূল্যবান গাছটির নাম আগর উড বা আগর গাছ। গাছটির আদি আবাসভূমি দক্ষিণ-পূর্ব এশিয়ার রেইন ফরেস্টে। প্রতিকেজি পরিশোধিত আগর কাঠ ৫৮ হাজার ডলার দরে বিক্রি হয়। এজন্য আগর গাছের নির্যাসকে তরল সোনা বলে অভিহিত করা হয়। থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনে বাণিজ্যিকভাবে এর চাষ হয়ে থাকে। -আলিবাবা ডট কম। ২৪ ঘণ্টায় বাড়ি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক একটি প্রতিষ্ঠান বাড়ি নির্মাণের ক্ষেত্রে এমন প্রযুক্তি বের করেছেন যার মাধ্যমে ভবিষ্যতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নির্মাণ করা যাবে আস্ত একটা বাড়ি। এ্যাপিস কর্পোরেশন সম্প্রতি রাশিয়ার মস্কোতে ৪০০ বর্গ ফুটের বাড়ি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণ করে আলোচলার সৃষ্টি করেছে। থ্রিডি প্রিন্টিংয়ে পারদর্শী এই কোম্পানি ছোট আকৃতির থ্রিডি প্রিন্টার ব্যবহার করে বাড়ির দেয়াল, পার্টিশন, কংক্রিটের মিশ্রণ থেকে বাড়ির পিলার, সবকিছু সম্পন্ন করেছে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। Ñডেইলি মেইল
×