ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হুসেইন হাক্কানির দাবি

লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:০৭, ১৫ মার্চ ২০১৭

লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে পাকিস্তান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে মার্কিন বাহিনী আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে ও হত্যা করতে সক্ষম হয়। ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত তার এক নিবন্ধে তিনি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সংযোগের বিষয়টি তুলে ধরেছেন। খবর ডন অনলাইনের। হাক্কানি বলেন, রাষ্ট্রদূত হিসেবে আমার সাড়ে তিন বছরের দায়িত্ব পালনকালে ওই যোগাযোগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে একে অপরের কাছাকাছি আনতে সাহায্য করেছিল। অবশেষে যুক্তরাষ্ট্র পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ওপর নির্ভরতা ছাড়াই লাদেনকে খুঁজে পেতে ও হত্যা করতে সক্ষম হয়েছিল। ইসলামী জঙ্গীরা পাকিস্তানী সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহানুভূতি পেয়েছিল বলে সন্দেহ করা হয়। হাক্কানি লিখেছেন, ওবামার প্রচারণা দলের যেসব ব্যক্তির সঙ্গে তিনি বন্ধুত্ব গড়ে তুলেছিলেন তারা তিন বছর পর জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা হিসেবে পাকিস্তানকে সাহায্য করার জন্য দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনা ও গোয়েন্দা সদস্যদের মোতায়েন করার প্রস্তাব দিয়েছিল। কিভাবে তিনি এর জবাব দিয়েছিলেন তা ব্যাখ্যা করে সাবেক এই রাষ্ট্রদূত লেখেন, ‘আমি তাদের অনুরোধ সরাসরি পাকিস্তানের সুশীল সমাজের নেতাদের কাছে নিয়ে গিয়েছিলাম এবং তারা তা অনুমোদন করেছিল। যদিও যুক্তরাষ্ট্র এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবেই আমাদের পুরোপুরি অন্ধকারে রেখেছিল। আঞ্চলিকভাবে মোতায়েন থাকা আমেরিকানরা তাদের গুরুত্ব প্রমাণ করল যখন ওবামা পাকিস্তানকে কোন কিছু না জানিয়েই নেভি সীল-৬ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে।’ পাকিস্তানের ক্ষমতায় এগিয়ে থাকা সেনাবাহিনীই এ বিষয়ে মুখ্য ভূমিকা পালনের পর হাক্কানিকে ২০১১ সালের নবেম্বরে পুনরায় পাকিস্তানে ডেকে পাঠানো হয় এবং রাষ্ট্রদূতের পদ থেকে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। হাক্কানি লেখেন, ‘আমার প্রতি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের তীব্র অসন্তোষের কারণে তারা আমার বিরুদ্ধে সিআইএ কর্মকর্তাদের অতিরিক্ত উপস্থিতিতে সহায়তা করার অভিযোগ আনে। ওই গোয়েন্দারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তা ছাড়াই লাদেনকে খুঁজে বের করতে সাহায্য করে। এমনকি আমাকে পাকিস্তানের সুশীল সমাজের নির্বাচিত নেতাদের কাছে ঘটনার ব্যাখা করতে হয়েছিল।’ তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের তার সহায়তার উদ্দেশ্য ছিল জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধে জয় নিশ্চিত করা।
×