ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইডেন কলেজছাত্রীর আত্মহত্যা ॥ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

প্রকাশিত: ০৮:৫১, ১৪ মার্চ ২০১৭

ইডেন কলেজছাত্রীর আত্মহত্যা ॥ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ॥ হাজারীবাগে শামসুন্নাহার আশা বৃষ্টি (২৩) নামে ইডেন কলেজের ছাত্রী আত্মহত্যা করেছে। মিটফোর্ড হাসপাতালের সামনে দুবর্ৃৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। কাফরুলে ১৪৮ পেট্রোল বোমাসহ এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া বিপুল মাদকদ্রব্যসহ ৬৮ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, সোমবার বিকেলে হাজারীবারে বাড্ডানগর পানির ট্যাংক এলাকায় শামসুন্নাহার আশা বৃষ্টি (২৩) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃষ্টি মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম দুলাল হোসেন। পুলিশ সদস্য আহত ॥ মিটফোর্ড হাসপাতালের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কোতোয়ালি থানার ওলিউল্লাহ নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে রানা, রাকিব ও রেজাউল। ১৪৮ পেট্রোল বোমা ॥ কাফরুলে ১৪৮ পেট্রোল বোমাসহ মিলন বেপারী নামে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। রবিবার রাতে কাফরুলের ৪ নম্বর ওয়ার্ডের বি-ব্লকে অভিযান চালায় থানা পুলিশর একটি টিম। এ সময় মিলনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এই বোমাগুলো উদ্ধার করা হয়। ৬৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ৬৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারের তথ্য কর্মকর্তা উপকমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, রবিবার রাতভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। মাদক উদ্ধার ॥ ঢাকা মেট্রো উপ-অঞ্চলের টিম রাজধানীর বংশাল সুরিটোলা লুৎফর রহমান লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে। তার নাম বিল্লাল হোসেন। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার জড়িত।
×