ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র শক্তিশালী গণমাধ্যম ॥ নাদির জুনাইদ

প্রকাশিত: ০৮:২৯, ১৪ মার্চ ২০১৭

চলচ্চিত্র শক্তিশালী গণমাধ্যম ॥ নাদির জুনাইদ

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ চলচ্চিত্র কেবল বিনোদনের হাতিয়ার নয়, একটি শিল্প। চলচ্চিত্রের মধ্য দিয়ে আমরা সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তৈরি করতে পারি। এই সচেতনতার অভাবে ভার্সিটি শিক্ষার্থীরা জঙ্গীবাদের মতো অন্ধ চর্চার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। সোমবার ডাকসুতে ‘প্রতিবাদের নান্দনিকতা : প্রথাবিরোধী ও রাজনৈতিক চলচ্চিত্র’ শীর্ষক একক বক্তৃতায় ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ এসব কথা বলেন। বিশ^বিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই আলোচনার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান কাজল, ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ইভা মজুমদার ও সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকি। ড. নাদির জুনাইদ বলেন, বিনোদন আমাদের প্রয়োজন আছে। কিন্তু সব চলচ্চিত্র কেবল বিনোদনধর্মী হবে এমনটি ভাবা অযৌক্তিক। কারণ চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম যা সমাজের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে মানুষের মনে সচেতনতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে আমরা সামাজিক ও রাজনৈতিক সচেতনতার অভাব লক্ষ্য করছি। এ ব্যাপারে সরকার ও চলচ্চিত্র পরিচালকদের সচেতন হওয়া দরকার।
×