ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর এখনও নিপীড়ন চালাচ্ছে মিয়ানমার ॥ জাতিসংঘ দূত

প্রকাশিত: ০৮:২৬, ১৪ মার্চ ২০১৭

রোহিঙ্গাদের ওপর এখনও নিপীড়ন চালাচ্ছে মিয়ানমার ॥ জাতিসংঘ দূত

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারী বলেছেন, রোহিঙ্গা মুসলিম এলাকা জনশূন্য করতে চাইছে দেশটি। এজন্য মিয়ানমার আমলাতান্ত্রিকতার পথে হাঁটছে। জাতিসংঘের বিশেষ দূত র‌্যাপোরটিয়ার ইয়াঙ্গি লি সংস্থাটির হিউম্যান রাইটস কাউন্সিলকে জানিয়েছেন, এখনও বাড়িঘর ধ্বংস এবং খানা জরিপের নামে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালাচ্ছে দেশটি। খবর ইয়াহু নিউজের। ইয়াঙ্গি লি বলেন, খানা জরিপের মাধ্যমে যারা অনুপস্থিত থাকবে তাদের তালিকা থেকে বাদ দেয়া হবে। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক প্রমাণের একমাত্র উপায় হতে পারে এই তালিকা। ফলে এটা ইঙ্গিত দেয় যে, মিয়ানমার হয়ত রোহিঙ্গাদের একসঙ্গে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। আমি আশাকরি এটা যেনও না ঘটে। গত বছরের ৯ অক্টোবর রাখাইন প্রদেশে পুলিশ চৌকিতে হামলার পর রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। অভিযানে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন, বাড়ি-ঘর পোড়ানো, ধর্ষণ এবং পালিয়ে যেতে বাধ্য করে সেনাবাহিনী। এসময় প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে।
×