ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একীভূত হচ্ছে বেয়ার ও মনসান্তো

প্রকাশিত: ০৭:০৭, ১৪ মার্চ ২০১৭

একীভূত হচ্ছে বেয়ার ও মনসান্তো

মার্জারের (একীভূত) পথে এগোচ্ছে জার্মানির ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেয়ার ও মার্কিন বীজ উৎপাদক কোম্পানি মনসান্তো। কোম্পানি দুটি এখন নিয়ন্ত্রক সংস্থার ক্লিয়ারেন্স পেতে ২৫০ কোটি ডলারের সম্পদ বিক্রি শুরু করেছে। এ মার্জার চুক্তি হচ্ছে ৬ হাজার ৬০০ কোটি ডলারের। সংশ্লিষ্ট সূত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, নিলামের মাধ্যমে এ সম্পদ বিক্রি হবে। এজন্য বেয়ার কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ক্রেতা খুঁজবে। কোম্পানি দুটি এর আগে জানায়, তারা ১.৬ কোটি ডলার পর্যন্ত অর্থের সম্পদ বিক্রি করবে বলে আশা করছে। তবে নিলামে কোম্পানি দুটির এ পদক্ষেপ কতদূর এগোবে তা এখনও বলা যাচ্ছে না। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, সয়াবিন, তুলা ও তাদের সরিষাজাতীয় তেল বিক্রির চিন্তা করছে বেয়ার। প্রসঙ্গত, দুই কোম্পানির মধ্যে গত এক বছরে কয়েকবার মার্জার চুক্তি নিয়ে কথা হয়। অর্থনৈতিক রিপোর্টার ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে মোটর ও বাইক শো রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে ১২তম মোটর শো, বাইক শো, কমার্শিয়াল অটোমোটিভ শো এবং অটো পার্টস শো-২০১৭। ‘সেমস্ গ্লোবাল’ এর আয়োজনে এ আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হবে আগামী ২৫ মার্চ। জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আংশগ্রহণ করছে। যেখানে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটর বাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×