ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দর সংশোধন

প্রকাশিত: ০৭:০৪, ১৪ মার্চ ২০১৭

পুঁজিবাজারে দর সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পাঁচদিন উত্থানের পর সোমবার দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার এক কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৮৪ কোটি ১৬ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে এক হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৪৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বে´িমকো, লঙ্কা বাংলা ফাইনান্স, বারাকা পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, ফার কেমিক্যাল, এসআইবিএল, ইউনাইটেড ফাইনান্স, এ্যাপোলো ইস্পাত, একটিভ ফাইন ও কেয়া কসমেটিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, বিজিআইসি, ফু-ওয়াং ফুড, আইএফআইসি, সি এ্যান্ড এ টেক্সটাইল, বিডি ফাইনান্স, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ও ১ম জনতা মিউচুয়াল ফান্ড। দর হারাানোর সেরা কোম্পানিগুলো হলোÑ আলহাজ্ব টেক্সটাইল, লঙ্কা বাংলা ফাইনান্স, দেশবন্ধু পলিমার, বারাকা পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্টার ন্যাশনাল লিজিং, জাহিন টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক ও সেন্ট্রাল ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×