ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরফে সুরক্ষিত

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ মার্চ ২০১৭

বরফে সুরক্ষিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এখন বিরাজ করছে তীব্র ঠা-া আবহাওয়া। এ অঙ্গরাজ্যের বৃহৎ হ্রদ লেক অন্টারিও। পাঁচদিন ধরে এর ওপর দিয়ে বয়ে গেছে হিমশীতল ঝড়। আর সেই ঝড়ে পানি আছড়ে গিয়ে পড়ে এর তীরবর্তী একটি বাড়ির ওপর। সেই পানি বরফে পরিণত হয়ে বাড়িটির প্রতিটি ইঞ্চি জায়গা আবৃত করে। দেখে মনে হবে, এটি যেন বরফে সুরক্ষিত দুর্গ। রবিবার ফটোগ্রাফার জন কুকো বাড়িটির ছবি ও ভিডিও অনলাইনে পোস্ট করেন এবং এরপর তা ভাইরাল হয়ে যায়। জন কুকো বলেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটিকে আসল বলে বিশ্বাস করতে চায়নি। তাদের মন্তব্য, তিনি ফোম স্প্রে করে ছবিটি পোস্ট করেছেন। ফটোগ্রাফার বলেন, তিনি স্থানীয় একজনের কাছ থেকে বাড়িটির বিষয়ে খবর পান এবং সিদ্ধান্ত নেন, সূর্যোদয়ের আগেই ঘটনাস্থলে পৌঁছাবেন এবং ছবি তুলবেন। বিবিসি
×