ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫ পাউন্ডের নোট বিক্রি ৬০ হাজারে

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ মার্চ ২০১৭

৫ পাউন্ডের নোট বিক্রি ৬০ হাজারে

দুর্লভ নোট বলে কথা। ব্রিটেনে রবিবার পাঁচ পাউন্ডের একটি নোট অনলাইনে ৬০ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছে। পাঁচ পাউন্ডের এই নোটের বিশেষত্ব হলো এর সিরিয়াল নাম্বার। যার শুরু এএ০১ দিয়ে। ইংল্যান্ডের টেলফোর্ড এলাকার বাসিন্দা বিক্রেতা পাইওটার এই নোটটিকে হাতে পাওয়ার পর এর আকর্ষণীয় সিরিয়াল নাম্বার নিয়ে চিন্তা-ভাবনা করতে থাকেন। এরপর তিনি নিলামের ওয়েবসাইটে দর-দামের জন্য তালিকাভুক্ত করেন। নোটের সিরিয়াল নাম্বার ছিল- এএ০১ ৪৪৪৪৪৪। নিলামে অংশ নেয়া ২১ জন ১৩৬ বার দর হাঁকান। সবশেষে নোটটি ৬০ হাজার ১শ’ পাউন্ডে বিক্রি হয়। এর আগে অক্টোবরে ব্যাংক অব ইংল্যান্ডের চ্যারিটি নিলামে একটি নতুন পাঁচ পাউন্ডের নোট বিক্রি হয়েছিল চার হাজার ১৫০ পাউন্ডে। এই নোটের সিরিয়াল নাম্বার ছিল এএ০১ ০০০০১৭। তবে সর্বনিম্ন নাম্বারের নোট এএ০১ ০০০০০১ উপহার হিসেবে রাণীকে দেয়া হয়েছিল। ডেইলি মেইল
×