ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ মার্চ ২০১৭

দৌলতপুরে ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৩ মার্চ ॥ উপজেলায় বজলু (৩৬) নামে ম্যাচ ফ্যাক্টরির এক শ্রমিক সর্দারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার আল্লারদরগা চামনাই গ্রামের খোদাবক্সের ছেলে বায়জীদ ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক সর্দার বজলু রবিবার বিকেলে নিখোঁজ হয়। সোমবার সকালে চামনাই গ্রামের মাঠে একটি তামাক ক্ষেতের ভেতর বজলুকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে মাঠের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক বজলুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। সকাল ১০টার দিকে সেখানে তিনি মারা যান। মৃত বজলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছে এবং মুখে বিষ দিয়ে মৃত ভেবে তামাক ক্ষেতের ভেতর ফেলে রেখে যায়। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে বজলুর বিরোধ ছিল। বিরোধের জের ধরে অথবা বজলুর মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্কের কারণে বজলু এক সময় ওই ছেলেকে গালমন্দ করে। এর জের ধরেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ততাধীন রয়েছে।
×