ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ মার্চ ২০১৭

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দীর্ঘ তিন ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন। অবরোধের কারণে নিউমার্কেট থেকে মিরপুর রোড, সায়েন্স ল্যাব মোড়, আজিমপুর, পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আশপাশের সড়কগুলোয় সব ধরনের কয়েক শ’ গাড়ি যানজটে আটকা পড়ে। ফলে প্রচ- রোদের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে দুপুর দুটোয় অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অনেকদিন ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ তাদের জানায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা আরও জানান, স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোন ব্যবস্থা না নেয়ার কারণে তারা রাস্তায় নেমেছেন। এ দাবিতে তারা গত ১১ মার্চ প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষাও বর্জন করেন। আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি ইশরাত জাহান বলেন, দীর্ঘদিন ধরে এ দাবিতে আমরা আন্দোলন করছি। কোন ফল না পেয়ে আবার অবরোধ করি। অবরোধ থেকে দেড়টার দিকে মিছিল বের করি। মিছিলটি পলাশী হয়ে ক্যাম্পাসের সামনে এসে কর্মসূচী ঘোষণার মাধ্যমে শেষ হয়। আগামীাকাল (আজ) সকাল দশটা থেকে আবার নীলক্ষেত মোড় অবরোধ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অবরোধের ফলে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, এ্যাম্বুলেস, প্রেস আমাদের অবরোধের আওতামুক্ত ছিল। এছাড়া বিশেষ ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি। অবরোধকালে আন্দোলনরত ছাত্রীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দেখা যায়। এ সময় তারা ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউ অব ঢাবি’, ‘দাবি আদায় না হলে বাড়ি ফিরে যাব না’ ইত্যাদি সেøাগান দিচ্ছিলেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কোন লাভ হয়নি। তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি, জনগণের ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। কিন্তু ওরা আমাদের কথা শুনছে না। অবরোধের বিষয়ে নিউমাকের্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে অবরোধ শুরু করে দুপুর দেড়টার দিকে তুলে নেয়। তাদের আজকের অবরোধ কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবরোধ না করার জন্য তাদের সঙ্গে কথা বলব।
×