ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের নির্দেশ

আসামিকে ডা-াবেড়ি পরিয়ে আদালতে হাজির করা যাবে না

প্রকাশিত: ০৫:৩১, ১৪ মার্চ ২০১৭

আসামিকে ডা-াবেড়ি পরিয়ে আদালতে হাজির করা যাবে না

স্টাফ রিপোর্টার ॥ ভবিষ্যতে কোন আসামিকে ডা-াবেড়ি পরিয়ে আদালতের এজলাসে হাজির করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার ডা-াবেড়ি পরিয়ে আসামি হাজিরের বিষয়ে ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম হাইকোর্টে ব্যাখ্যা দিতে গেলে এ নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের তলব আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে আসামিকে ডা-াবেড়ি পরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ডিআইজি প্রিজন। এ সময় ডিআইজি প্রিজনকে সতর্ক করে ক্ষমা করে দেয় আদালত। আদালতে তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। পুলিশ ডা-াবেড়ি পরিয়ে আসামি নিয়ে এসেছে। আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন হবে না।’ জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বলেন, ‘পুলিশকে বলেছিলাম, পুলিশ নিয়ে এসেছে। ব্রিটিশ আমল থেকে এ পদ্ধতি চলে আসছে। নিয়ে আসার সময় ডা-াবেড়ি খোলার ব্যবস্থা নেই।’ এ সময় আদালত বলে, ‘পদ্ধতি নাই। ব্যবস্থা করবেন তো?’ আদেশের পর ডিআইজি প্রিজন সাংবাদিকদের বলেন, আদালতে ব্যাখ্যা দিয়েছি। বলেছি, যাদের ডা-াবেড়ি পরানো হয়েছিল তারা সবাই জঙ্গী সংগঠন জেএমবি সদস্য। আইন অনুযায়ী পুলিশের চাহিদার ভিত্তিতেই যে কোন আদালতে আমরা আসামিকে ডা-াবেড়ি পরিয়ে পাঠাই। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তখন আদালত বলেছে, ভবিষ্যতে আসামিকে ডা-াবেড়ি পরিয়ে আর আদালতের এজলাসে পাঠানো যাবে না। অপরদিকে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি জানান, চার বছর আগেই ডা-াবেড়ি পরিয়ে আসামিকে আদালতে হাজির করা যাবে না মর্মে হাইকোর্ট রায় দিয়েছিল। রায়ের বিষয়টি অবগত নন বলে আদালতকে জানান ডিআইজি প্রিজন। তাই আদালত সোমবার তাদের সতর্ক করে বিষয়টি নিষ্পত্তি করেছেন।
×