ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেহাল সড়ক সেতু

প্রধানমন্ত্রীর ক্ষোভে টনক নড়ল চসিকের

প্রকাশিত: ০৫:৩১, ১৪ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রীর ক্ষোভে টনক নড়ল চসিকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ওয়াসার পানি শোধনাগার প্রকল্প উদ্বোধনে এসে সড়ক ও সেতুর বেহাল দশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ প্রকাশের পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)। মঙ্গলবার কর্পোরেশনের অধীনে চলমান সকল প্রকল্পের কাজের অগ্রগতি জানতে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি জনভোগান্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করার তাগিদ দেন। কাজে বিলম্ব হলে সংশ্লিষ্টদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন। নগর ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর ইলিয়াছ মোরশেদ, জাইকার উন্নয়ন কাজের প্রকল্প পরিচালক মোঃ শাহজাহান মোল্লা, কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উন্নয়ন কাজের সঙ্গে জড়িত প্রকৌশলী ও ঠিকাদাররা। প্রসঙ্গত, গত রবিবার চট্টগ্রাম ওয়াসার ১ হাজার ৮০০ কোটি টাকায় বাস্তবায়িত ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগরীর সড়ক ও সেতুগুলোর বেহাল দশা দেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি সিটি কর্পোরেশনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি টাকা দেব আর উন্নয়নের কাজ হবে না এটা হতে পারে না। আমি একনেকে সভাপতিত্ব করি। আমি জানি কোথায় কত বরাদ্দ যাচ্ছে। অর্থ অনুমোদন দেব, অথচ কাজ হবে না এটা কোনভাবেই মেনে নেয়া যাবে না। কোন ধরনের দুর্নীতি স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকেই চট্টগ্রামে শুরু হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতার কথা আলোচনায় উঠে আসে।
×