ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিস্তা চুক্তি হবে কি না তা আলোচনায় নির্ধারিত হবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৩০, ১৪ মার্চ ২০১৭

তিস্তা চুক্তি হবে কি না তা আলোচনায় নির্ধারিত হবে ॥ শ্রিংলা

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব হবে কি না, তা আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে। সোমবার বিকেলে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ভারতের হাইকমিশনার শ্রিংলা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ-ভারত সামরিক চুক্তির বিষয়ে তিনি কিছুই জানেন না। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি এমন খবর দেখেছেন। পাশাপাশি গঙ্গা ব্যারেজ প্রকল্পের বিষয়টিকে ভাল উদ্যোগ উল্লেখ করে বলেন, এ বিষয়ে যৌথ একটি কমিশন কাজ করছে। তবে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে কোন প্রশ্নের জবাব দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ মন্ত্রণালয়ের মাধ্যমেই জানানো হবে বলেও জানান। এবারের দিল্লী সফরে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন বলে জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী দিল্লী সফরে যাচ্ছেন। ৮ এপ্রিল দিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরিফ যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লী সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়।
×