ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন মুখ সানজামুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত: ০৪:৫০, ১৪ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরেই ঘরোয়া আসরে দারুণ বোলিং করছিলেন সানজামুল ইসলাম। বাঁহাতি এ স্পিনার সম্প্রতিই লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) দুর্দান্ত বোলিং করেছেন। এ কারণে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাকে নিয়েছেন নির্বাচকরা। সোমবার ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদও। পি. সারা ওভাল টেস্টের দল থেকে বাদ পড়ার পর এ অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে অনেক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। তখন গুঞ্জন শোনা যাচ্ছিল ওয়ানডে ও টি২০ সিরিজের দলেও থাকবেন না তিনি। কিন্তু ওয়ানডে সিরিজের দলে তাকে রেখে দিয়েছেন নির্বাচকরা। ফলে সব গুঞ্জনের অবসান ঘটেছে। ইনজুরি কাটিয়ে সীমিত ওভারের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দলে আছেন। আর টেস্ট দল থেকে বাদ পড়া তরুণ উইকেটরক্ষক নূরুল হাসান সোহান ফিরেছেন ওয়ানডে দলে। উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ মার্চ ডাম্বুলায়। ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডে ডাম্বুলায় এবং ১ এপ্রিল তৃতীয় ওয়ানডে কলম্বোয়। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ॥ মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শুভাগত হোম চৌধুরী, নূরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম।
×