ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চতুর্থ পর্বে পিসকোভা-মুগুরুজা

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৭

চতুর্থ পর্বে পিসকোভা-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিনা পিসকোভা, গারবিন মুগুরুজা এবং ডোমিনিকা সিবুলকোভার মতো তারকারা। রবিবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ৬-৪, ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কি। তবে তিন সেটের কষ্টার্জিত লড়াই শেষে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন গারবিন মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন মুগুরুজা এদিন ৩-৬, ৭-৫ এবং ৬-২ সেটে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কায়লা ডে কে। ম্যাচ শেষে অবশ্য প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন এই স্প্যানিশ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি সে খুবই ভাল খেলেছে। বিশেষ করে দুর্দান্ত সার্ভ করেছে সে। আর প্রথম সেটে আমার সেরাটা খেলতে পারিনি। কিন্তু তারপরও নিজেকে হতাশ হতে দেয়নি। কিন্তু ধীরে ধীরে মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এই জয় অবশ্য তারই ফল। তবে সে যেভাবে সেন্টার কোর্ট সামলেছে তাতে আমি সত্যিই বিস্মিত।’ দিনের অন্য ম্যাচে সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ২-৬, ৭-৬ এবং ৭-৬ সেটে চেকপ্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভাকে পরাজিত করে চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করেন। এছাড়া ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া ৩-৬, ৬-৩ ও ৭-৬ সেটে লজ্জাজনকভাবে হারান ব্রিটেনের জোহানা কন্টাকে। ফাইনালে মুখোমুখি পুলিশ-আনসার স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপে’র প্রথম আসরে আজ সকাল ৯টায় ফাইনালে বাাংলাদেশ পুলিশ মুখোমুখি হবে বাংলাদেশ আনসারের। সোমবার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ১৩-২ পয়েন্টে ভিকারুননেসা নূন কলেজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৭-৫ পয়েন্টে ইডেন মহিলা কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে। হেলালের পাশে ক্রীড়া পরিবার স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার গোলাম রব্বানী হেলাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তির জন্য সব ক্রীড়ামোদী ব্যক্তি, সংগঠক ও খেলোয়াড়দের কাছে তারজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার। ইতোমধ্যে সম্মিলিত ক্রীড়া পরিবারের সব কর্মকর্তা ও সদস্যরা হাসপাতালে অসুস্থ গোলাম রব্বানী হেলালকে দেখতে যান।
×