ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর আরেকটি মাইলফলক

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৭

রোনাল্ডোর আরেকটি মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি গৌরবময় মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় বর্তমান ফুটবলারদের মধ্যে হেড থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। অন্যদিকে ডিপোর্টিভো লা করুনার কাছে বাজেভাবে হেরেছে বার্সিলোনা। ম্যাচের পর বার্সার দুই তারকা লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকে বলেছেন, এই হারে তারা বিচলিত নন। সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের বিরুদ্ধে রিয়াল ৪১ মিনিটে রোনাল্ডোর গোলে সমতায় ফেরে। মার্সেলোর ক্রসে হেড করে গোলটি করেন সি আর সেভেন। লা লিগায় হেডে রোনাল্ডোর এটি ৪৬তম গোল। এর আগে ৪৫ গোল নিয়ে এ্যাথলেটিক বিলবাওয়ের আরিটজ আডুরিজের সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে ছিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এদিকে আরেক খবরে জানা গেছে, যমজ সন্তানের বাবা হচ্ছেন পর্তুগাল অধিনায়ক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, আমেরিকান এক নারীর গর্ভে বড় হয়ে উঠছে রোনাল্ডোর অনাগত সন্তান। ক্রিশ্চিয়ানো জুনিয়রের মতোই এই সন্তানের মায়ের পরিচয়ও গোপন রাখা হয়েছে। রোনাল্ডোসহ তার পরিবারের সবাই নতুন অতিথির জন্য অপেক্ষা করছেন। রোনাল্ডো মনে করেন, ভাইদের কাছে পেয়ে আরও খুশি হবে ক্রিশ্চিয়ানো জুনিয়র। জানা গেছে, আমেরিকাতেই জন্ম হবে রোনাল্ডোর যমজ সন্তানদের। এরপর তাদের পর্তুগালে আনা হবে। ধারণা করা হচ্ছে, ২৩ বছর বয়সী মডেল জর্জিনা রড্রিগুয়েজই হচ্ছেন রোনাল্ডোর অনাগত সন্তানের মা। ব্যক্তিগত জীবন নিয়ে রোনাল্ডো এমনিতে কম তথ্য দেন। যমজ সন্তানের বিষয়েও কোন তথ্য তিনি দেননি। ২০১০ সালে জন্ম নেয়া ক্রিশ্চিয়ানো জুনিয়রের মা যে কে তা এখন পর্যন্ত প্রকাশ করেননি পর্তুগাল অধিনায়ক। ডিপোর্টিভোর কাছে হারের পর ম্যাচ শেষে বার্সা তারকা সুয়ারেজ বলেন, কিছুই ঘটেনি। ধকল কাটিয়ে ওঠার জন্য বিশ্রাম নিতে আমরা অনেক সময় পেয়েছিলাম। আমরা কোন অজুহাত দিচ্ছি না। এই হারে বার্সার লীগ শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন উরুগুইয়ান তারকা। বলেন, লা লিগার লড়াইয়ে আমাদের লক্ষ্য থেকে আমরা সরবো না, এটা এখনও আমাদের সাধ্যের মধ্যেই আছে। আমাদের লক্ষ্য আগের মতোই থাকবে। আমরা লড়াই করে যাব। আর বার্সা ডিফেন্ডার পিকে বলেন, পিএসজিকে হারানোর পর নিজেদের উত্তেজনাকে প্রশমিত করা সহজ ছিল না। তাই যেভাবে আমরা খেলতে অভ্যস্ত সেভাবে খেলতে পারিনি। সহজ কথায় বললে আমরা তো আর রোবট নই। তবে এই হারে আমরা বিচলিত নই। আর কাতালান কোচ লুইস এনরিকে বলেন, এই হার মেনে নেয়া সহজ নয়। আমাদের জন্য জয় পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তা হয়নি। আমরা খুব দ্রুত বাস্তবতায় ফিরতে পারিনি। তবে পেশাদার ফুটবলার মাত্রই জানেন, প্রত্যেকটা জয় পাওয়া কতটা কষ্টকর।
×